Tata and Ambani: হাহাকার, উধাও কয়েক হাজার কোটি! বড় ক্ষতি হয়ে গেল টাটা-অম্বানির
Tata and Ambani: এক সপ্তাহে শেয়ার বাজারে অম্বানির এই সংস্থার পতন হয়েছে প্রায় ১ শতাংশের অধিক। শেয়ারের দাম এসে ঠেকেছে ১ হাজার ৪৭৬ টাকায়।

নয়াদিল্লি: বড় ক্ষতি হয়ে গেল টাটা-অম্বানির। এক সপ্তাহেই ভোল বদল। শেয়ার বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০ সংস্থার তালিকায় নাম রয়েছে এই দুই শিল্পপতির সংস্থারও। একটি পরিসংখ্যা বলছে, সেই ১০টি সংস্থার মধ্য়ে ৬টি সংস্থার এক সপ্তাহের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৯৪ হাজার কোটি টাকা। যার মধ্য়ে খোদ ৫১ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে টিসিএস ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
এই এক সপ্তাহে টাটা কনসালটেন্সির শেয়ারের মোট পতন হয়েছে ১.৪৬ শতাংশ। যার জেরে সংস্থার শেয়ারের দাম কমে এসে ঠেকেছে ৩ হাজার ১৮৯ টাকায়। অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অবস্থাও প্রায় একই। এক সপ্তাহে শেয়ার বাজারে অম্বানির এই সংস্থার পতন হয়েছে প্রায় ১ শতাংশের অধিক। শেয়ারের দাম এসে ঠেকেছে ১ হাজার ৪৭৬ টাকায়।
এই সপ্তাহে শেয়ার বাজারে টিসিএস-এর বাজার ২৭ হাজার ৩৩৪ কোটি টাকা পড়ে এসে ঠেকে ১১ লক্ষ কোটি টাকায়। যার জেরে শেয়ারের দরেও বিরাট পতন দেখা যায়। ক্ষতির মুখে পড়ে একাংশের বিনিয়োগকারীরা। অন্য দিকে, রিলায়েন্স তাদের অবস্থাও একই দাঁড়ায়। তাদের বাজার দর বা মার্কেট ভ্যালুয়েশন ২৪ হাজার কোটি টাকা পড়ে এসে দাঁড়ায় ১৯ লক্ষ কোটি টাকায়।
এই সময়কালে সাময়িক পতনের মুখে পড়েছে HDFC Bank-ও। এই সংস্থার বাজার দর বা মার্কেট ভ্যালুয়েশন প্রায় ২০ হাজার কোটি টাকা পড়ে এসে ঠেকে ১৫ লক্ষ কোটি টাকায়। একই ভাবে প্রায় ১২ হাজার কোটি টাকা বাজার দর পড়েছে ভারতী এয়ারটেলের। ৭ হাজার কোটি টাকা দর হিন্দুস্থান ইউনিলিভার সংস্থারও।

