Emaar to invest Rs 2000 crore: বুর্জ খলিফা করে তাক লাগিয়েছে, এবার ইমারের নজরে মুম্বই

Emaar to invest Rs 2000 crore: মুম্বইয়ে প্রথম নির্মাণকাজ হিসেবে আলিবাগের কাছে ২৫ একর এলাকায় ৮৪টি ভিলা বানানোর কথা ঘোষণা করেছে ইমার। এই নির্মাণ কাজের জন্য ৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে তারা। তবে জমি কিনতে কত টাকা খরচ হয়েছে, তা গ্রুপের তরফে জানানো হয়নি।

Emaar to invest Rs 2000 crore: বুর্জ খলিফা করে তাক লাগিয়েছে, এবার ইমারের নজরে মুম্বই
আগামী ৬-৭ বছরে মুম্বইয়ে ২ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইমার
Follow Us:
| Updated on: Oct 23, 2024 | 9:05 PM

মুম্বই: বুর্জ খলিফায় মজে সারা বিশ্ব। সেই বুর্জ খলিফার নির্মাণ সংস্থা ইমার এবার মুম্বইয়ে বিনিয়োগ করতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহীর রিয়েল এস্টেট গ্রুপ ইমার আগামী ৬-৭ বছরে মুম্বই এবং তৎসংলগ্ন এলাকায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। সোমবার এক পদস্থ আধিকারিক একথা জানান।

প্রায় দুই দশক ভারতে ব্যবসা করছে ইমার। কিন্তু, মুম্বই মেট্রোপলিটন এলাকায় (এমএমআর) এর আগে প্রবেশ করেনি সংযুক্ত আরব আমিরশাহীর এই রিয়েল এস্টেট গ্রুপ। ইমার ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ কল্যাণ চক্রবর্তী সোমবার এক বিবৃতিতে বলেন, এতদিন মুম্বইয়ে নির্মাণকাজ থেকে নিজেদের সরিয়ে রাখার নির্দিষ্টি কোনও কারণ ছিল না। মুম্বইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় প্রবেশ করা নিয়ে তাঁরা উচ্ছ্বসিত। মুম্বইয়ে জনঘনত্ব বেশি। সেই কারণে এখানে নির্মাণ যথেষ্ট চ্যালেঞ্জের বলে স্বীকার করে নেন তিনি।

মুম্বইয়ে প্রথম নির্মাণকাজ হিসেবে আলিবাগের কাছে ২৫ একর এলাকায় ৮৪টি ভিলা বানানোর কথা ঘোষণা করেছে ইমার। এই নির্মাণ কাজের জন্য ৪০০ কোটি টাকা বিনিয়োগ করছে তারা। তবে জমি কিনতে কত টাকা খরচ হয়েছে, তা গ্রুপের তরফে জানানো হয়নি। তিন বেডরুমের একটি ভিলার দাম ৯ কোটি টাকা পড়তে পারে। আর চার বেডরুমের একটি ভিলার দাম ১৬ কোটি টাকা হতে পারে। নতুন বিমানবন্দর গঠনের পর আলিবাগের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় নিজেদের প্রথম পছন্দ হিসেবে এই এলাকাকে বেছে নিয়েছে ইমার। তিন বছরের ভিলাগুলি সম্পন্ন করে গ্রাহকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ইমার।

শুধু মুম্বই নয়। ভারত জুড়ে রিয়েল এস্টেট উন্নয়নে এই ৬-৭ বছরে ১৫ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করেছে ইমার। অর্থ কোনও সমস্যা হবে না বলে কল্যাণ চক্রবর্তী জানান। কারণ, ইমার গ্রুপ ভারতে বিনিয়োগে আগ্রহী। ইমার ইতিমধ্যে হায়দরাবাদ, ইন্দোর, মোহালি-সহ একাধিক শহরে কাজ করেছে।