AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ambani Family: চাকরি করতেন Accenture-এ, অম্বানী পরিবারের এই পুত্রবধূকে চেনেন

Ambani Family: মুম্বইয়ের মেয়ে কৃষ্ণা শাহ পলিটিক্যাল ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে। পরে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে সোশ্যাল পলিসি ও ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর শুরু হয় তাঁর কর্মজীবন।

Ambani Family: চাকরি করতেন Accenture-এ, অম্বানী পরিবারের এই পুত্রবধূকে চেনেন
কৃষ্ণা শাহ অম্বানীImage Credit: twitter
| Updated on: Jul 12, 2024 | 8:08 PM
Share

মুম্বই: প্রাক বিবাহ পর্ব দীর্ঘদিন ধরে চলার পর শুক্রবার মুম্বইয়ের জিও গার্ডেনে বসেছে বিয়ের আসর। মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বসছে চাঁদের হাট। পুত্রবধূ রাধিকা একটি সংস্থার বোর্ডের মার্কেটি ডিরেক্টর। রাধিকা একজন নৃত্যশিল্পীও। তবে অনেকেই চেনেন না অম্বানী পরিবারের আর এক পুত্রবধূকে।

রাধিকা ছাড়া মুকেশ অম্বানীর আর এক পুত্রবধূ হলেন শ্লোকা অম্বানী। তিনিও ব্যবসায়ী পরিবারের সন্তান। এছাড়াও ওই পরিবারের আর এক পুত্রবধূ আছেন। প্রচারের আলো থেকে দূরে থাকেন তিনি। তাঁর নাম কৃষ্ণা শাহ অম্বানী। অনিল অম্বানীর পুত্র জয় আনমোল অম্বানীর স্ত্রী।

নিকুঞ্জ শাহ ও নিলম শাহের সন্তান কৃষ্ণা। নিকুঞ্জ এন্টারপ্রাইজের ডিরেক্টর ছিলেন নিকুঞ্জ। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন কৃষ্ণা। ২০২১ সালে আচমকা মৃত্যু হয় তাঁর বাবার। তারপর থেকে সংস্থার দায়িত্ব নেন কৃষ্ণার দাদা মিশাল।

মুম্বইয়ের মেয়ে কৃষ্ণা শাহ পলিটিক্যাল ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে। পরে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে সোশ্যাল পলিসি ও ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর শুরু হয় তাঁর কর্মজীবন।

ইউকে-তে অ্যাকসেনচার সংস্থায় কাজ করতেন কৃষ্ণা। পরে ভারতে ফিরে ‘ডাইসকো’ নামে এক সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। মূলত সামাজিক কাজ ও মানসিক স্বাস্থ্য নিয়েই কর্মকাণ্ড ওই সংস্থার।

২০২১ সালে আনমোলের সঙ্গে কৃষ্ণার বাগদান হয়। ২০২২ সালে বিয়ে হয় তাঁদের। অনিল অম্বানীর স্ত্রী টিনা অম্বানীর সঙ্গে কৃষ্ণাকে বিভিন্ন জায়গায় দেখা যায়। সম্প্রতি অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠানেও টিনার সঙ্গে দেখা গিয়েছে কৃষ্ণাকে।