EPFO Recruitment: মাসে ৬৫ হাজার টাকা বেতন, লিখিত পরীক্ষা ছাড়াই EPFO-তে চাকরির সুযোগ, ঝটপট অ্যাপ্লাই করুন
EPFO Recruitment: ইপিএফও-র তরফে যুবক-যুবতীদের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। তবে এটি চুক্তিভিত্তিক নিয়োগ। আগ্রহী আবেদনকারীরা ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইট epfindia.gov.in- এ গিয়ে আবেদন করতে পারেন।

নয়া দিল্লি: সরকারি চাকরির স্বপ্ন? কিন্তু লিখিত পরীক্ষা নিয়ে মনে হয়? চিন্তার কোনও কারণ নেই। এবার লিখিত পরীক্ষা ছাড়াই মিলছে সরকারি চাকরির সুযোগ। দেশের যুব প্রজন্মের জন্য কর্মসংস্থানের এই দারুণ সুযোগ দিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও।
ইপিএফও-র তরফে যুবক-যুবতীদের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। তবে এটি চুক্তিভিত্তিক নিয়োগ। আগ্রহী আবেদনকারীরা ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইট epfindia.gov.in- এ গিয়ে আবেদন করতে পারেন।
ইপিএফও-র তরফে জানানো হয়েছে, সংস্থার আইনি সমস্যা সমাধানের জন্যই যুব প্রজন্মকে নিয়োগ করা হবে। স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
বয়সসীমা-
আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন-
এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন হবে ৬৫ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে। যাদের এলএলবি বা বিএ এলএবি ডিগ্রি রয়েছে, তাদের অগ্রগণ্যতা দেওয়া হবে। এলএলএম বা পিএইডি ডিগ্রি থাকলে, তারা আরও অগ্রগণ্যতা পাবেন।
ছুটি-
অস্থায়ী এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বছরে ১২টি ছুটি থাকবে। উইকএন্ড ও পাবলিক হলিডে এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।





