NCLT Recruitment: NCLT-তে চাকরির সুযোগ, বেতন ২ লক্ষ টাকার কাছাকাছি

NCLT Recruitment: NCLT-র তরফে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ মার্চ অবধি করা যাবে আবেদন।

NCLT Recruitment: NCLT-তে চাকরির সুযোগ, বেতন ২ লক্ষ টাকার কাছাকাছি
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2023 | 8:55 AM

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে NCLT বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জয়েন্ট রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগ করা হচ্ছে। মহারাষ্ট্রের মুম্বই, পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর প্রদেশের এলাহাবাদ, অসমের গুয়াহাটি এবং গুজরাটের আহমেদাবাদের জন্য নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল (National Company Law Tribunal)

পদের নাম:

জয়েন্ট রেজিস্ট্রার (Joint Registrar) ও ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar) পদে নিয়োগ করা হচ্ছে

শূন্যপদের সংখ্যা:

৬ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের স্নাতক পাশ করতে হবে জয়েন্ট রেজিস্ট্রার পদে আবেদনের জন্য়। বাকি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জেনে নিন বিজ্ঞপ্তি থেকে।

বয়সসীমা:

২০২৩ সালের মার্চ মাস অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

বেতন:

জয়েন্ট রেজিস্ট্রার পদে বেতন: ১,২৩,১০০-২,১৫,৯০০ টাকা

ডেপুটি রেজিস্ট্রার পদে বেতন: ৭৮,৮০০-২,০৯,২০০ টাকা

অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার পদে বেতন: ৬৭,৭০০-২,০৮,৭০০ টাকা

প্রাইভেট সেক্রেটারি পদে বেতন: ৪৭,৬০০-১,১৫,১০০ টাকা

আবেদনমূল্য:

কোনও ফি দিতে হবে না।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

১০ মার্চ অবধি করা যাবে আবেদন।