Birbhum: মহারাষ্ট্রে বিজেপি প্রার্থী, বাংলায় SIR-র ফর্ম জমা, শোরগোল বীরভূমে
SIR in Bengal: বিষয়টি নিয়ে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, "এই নিয়ে ওই মহিলাই ভাল বলতে পারবেন। কমিশন বিষয়টি নিশ্চিতভাবে দেখবে। তবে এই ধরনের ঘটনা আমরা সমর্থন করি না। আমরা মনে করি, বৈধ ভোটারদের নাম থাকবে। অবৈধ ভোটার, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। ফলে নির্দিষ্ট এই ঘটনায় ওই মহিলাই বলতে পারবেন, তাঁর নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় থাকলেও কেন তিনি এখানে নাম তুলবেন?

বীরভূম: এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই নানা প্রশ্ন তুলছে রাজ্যের শাসকদল। ভিনরাজ্যের ভোটারদের নাম তালিকায় তোলার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছে। এই আবহে মহারাষ্ট্রে জেলা পরিষদ নির্বাচনে এক বিজেপি প্রার্থীর নাম বাংলার ভোট তালিকায় থাকা নিয়ে শোরগোল পড়ল বীরভূমের দুবরাজপুরে। এই নিয়ে বিজেপিকে তোপ দাগল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিল গেরুয়া শিবির।
দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্রের বিজেপি জেলা পরিষদ প্রার্থী উজ্জ্বলা বুরুনগালের। তিনি মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। তাঁর নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। এবং ২০২৬ সালে মহারাষ্ট্রে বিজেপির টিকিটে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। ৫ ফেব্রুয়ারি নির্বাচন।
আবার তাঁর নাম পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ভোটার তালিকাতেও রয়েছে। তিনি বর্তমানে SIR প্রক্রিয়ার সময় ফর্ম জমা দেন। এখন শুনানির নোটিস পেয়েছেন। শুনানির জন্য এসেওছিলেন। তারপরই বিষয়টি সামনে এসেছে।
তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বক্তব্য, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছেন, বাংলায় ভিনরাজ্যের ভোটারদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করা হচ্ছে। ওই মহিলা নাসিকের বাসিন্দা। সেখানে জেলা পরিষদের প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবেই ভোটার তালিকায় নাম থাকবে। ফলে এটা বিজেপির চক্রান্ত। আমাদের নেত্রী যে কথা বলছেন, সেটা এখন সত্যি প্রমাণিত হচ্ছে।”
বিষয়টি নিয়ে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, “এই নিয়ে ওই মহিলাই ভাল বলতে পারবেন। কমিশন বিষয়টি নিশ্চিতভাবে দেখবে। তবে এই ধরনের ঘটনা আমরা সমর্থন করি না। আমরা মনে করি, বৈধ ভোটারদের নাম থাকবে। অবৈধ ভোটার, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। ফলে নির্দিষ্ট এই ঘটনায় ওই মহিলাই বলতে পারবেন, তাঁর নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় থাকলেও কেন তিনি এখানে নাম তুলবেন? তবে মহারাষ্ট্রে থাকলেও অনেকে দুবরাজপুরের বাসিন্দা। এক্ষেত্রে এক জায়গাতেই নাম থাকবে। তৃণমূল যে অভিযোগ করছে, তার সত্যতা থাকলে কমিশনকে ব্যবস্থা নেওয়ার আবেদন আমরাই করব।”
ওই বুথের বিএলও জানিয়েছেন, “ওই মহিলা ও তাঁর স্বামী ফর্ম পূরণ করেছিলেন। কিন্তু, ম্যাপিং দেখাতে না পারায় শুনানিতে ডাকা হয়েছিল।” ওই মহিলার স্বামী শঙ্কর বুরুনগালে দাবি করেন, “আমাদের পরিবার দুবরাজপুরে ৭০ বছর ধরে বাস করছে। তবে এখন আমার ভাই-দাদারা নাসিকে থাকেন।” তাঁর স্ত্রী মহারাষ্ট্রে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন জানিয়ে বলেন, আগে ওখানে ভোটার তালিকায় নাম ছিল। এখন এখানকার ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম পূরণ করেছেন। ছেলের পড়াশোনার জন্য তাঁর স্ত্রী আবার মহারাষ্ট্রে গিয়েছেন বলে জানালেন শঙ্কর।
