AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arvind Kejriwal on Congress: ‘আমাকে রাজনীতিতে আসতে হত না, যদি…’, সাফ জানালেন অরবিন্দ কেজরীওয়াল

Arvind Kejriwal: কংগ্রেস মুখপাত্রর বিবৃতি প্রসঙ্গে শুক্রবার মুখ খোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেজরীবাল বলেন, "ওনার যা ইচ্ছে উনি বলতে পারেন।

Arvind Kejriwal on Congress: 'আমাকে রাজনীতিতে আসতে হত না, যদি...', সাফ জানালেন অরবিন্দ কেজরীওয়াল
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 4:49 PM
Share

পানাজি: আর মাত্র কিছুদিন পরেই গোয়া বিধানসভা নির্বাচন। দেশের সবথেকে ছোট রাজ্যের নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলগুলির ব্যস্ততা এখন তুঙ্গে। কারণ গোয়তে এবার বহুমুখী লড়াই। বিজেপি কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, শিবসেনা, এনসিপির মতো দলগুলিও এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ভাল ফল করবে বলেই প্রথম থেকেই দাবি করে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বিজেপিকে আক্রমণের পাশাপাশি বেশ কয়েকদিন ধরে কংগ্রেসকেও ক্রমাগত আক্রমণ করছেন কেজরীবাল। শুক্রবারও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন আপের জাতীয় আহ্বায়ক। তিনি বলেন, কংগ্রেস সঠিকভাবে কাজ করলে তাঁর মতো লোককে রাজনীতিতে আসতে হত না। সম্প্রতি কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কেজরীবালকে ‘ছোট মোদী’ বলে কটাক্ষ করেছিলেন। সুরজেওয়ালার অভিযোগ ছিল বিজেপিকে সুবিধে পাইয়ে দিতেই গোয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কেজরীবাল।

আরও পড়ুন: UP Assembly election: যোগীর নেতৃত্বে আস্থা, কতগুলি আসন পাবে বিজেপি, জানিয়ে দিলেন অমিত শাহ

কংগ্রেস মুখপাত্রর বিবৃতি প্রসঙ্গে শুক্রবার মুখ খোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেজরীবাল বলেন, “ওনার যা ইচ্ছে উনি বলতে পারেন। ওনার বলাতে কী এসে যায়? আসলে স্বপ্নে উনি আমাকে ভূতের মতো দেখেন। সারাদিন, ২৪ ঘণ্টা ধরে তিনি আমার কথাই ভাবেন। সেই কারণে আমাকে নিয়ে সারদিন তারা কটুক্তি করেন।” এরপরই দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সম্পর্কে খারাপ কথা বলার বদলে কংগ্রেস যদি সঠিকভাবে মানুষের কাজ করত তবে ‘কেজরীবাল’কে রাজনীতিতে কোনও প্রয়োজন ছিল না।

কংগ্রেসকে নিয়ে সম্প্রতি বিস্ফোরক দাবি করেছিলেন কেজরীবাল। কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ পরোক্ষে বিজেপিকে ভোট দেওয়া বলেও দাবি করেন তিনি। কংগ্রেসকে কটাক্ষ করার পাশাপাশি কেজরীবালের দাবি ছিল, গোয়াতে মূল লড়াই বিজেপি ও আম আদমি পার্টির মধ্য। রাজ্যের জনগণের উদ্দেশে আপকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। “গোয়ার মানুষদের কাছে মাত্র দুটিই বিকল্প- বিজেপি ও আম আদমি পার্টি। আপনার যদি একটি স্বচ্ছ, সৎ সরকার চান, তবে আপনারা আমাদের ভোট দিতে পারেন। অন্য বিকল্প আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপিকে ভোট দিতে পারেন। কংগ্রেসকে ভোট দিলে আপনার প্রত্যেকেই বিজেপিকে পরোক্ষে ভোট দেবেন। কারণ কংগ্রেস প্রার্থীরা জিতলে তাঁরা বিজেপিতে চলে যাবে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা