AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 60 Ballygunge KMC Election Result 2021 LIVE: ৬০ নম্বর ওয়ার্ডে নাম ঘোষণার পরও প্রার্থী বদল করতে হয় তৃণমূলকে! কাইজারেই নজর সকলের

KMC Election Result 2021, Ward 60 Ballygung LIVE Counting: ২০২১ সালের পুরভোটে প্রথমে তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছিল মহম্মদ ইয়েজুজার রহমানকে। তবে পরে এই প্রার্থী বদলে আবারও প্রার্থী করা হয় কাইজার জামিলকেই।

Ward 60 Ballygunge KMC Election Result 2021 LIVE: ৬০ নম্বর ওয়ার্ডে নাম ঘোষণার পরও প্রার্থী বদল করতে হয় তৃণমূলকে! কাইজারেই নজর সকলের
কলকাতা পুরভোট ২০২১।
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 7:00 PM
Share

কলকাতা: ৬০ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৬ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই ওয়ার্ডটি পার্ক সার্কাস ও বেনিয়াপুকুরের কিছু অংশ নিয়ে গঠিত।

২০০৫ সালে কলকাতার পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন সিপিএম প্রার্থী। ২০১০ সালে এই ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল। ২০১৫ সালের পুরনির্বাচনেও জয় ধরে রাখে ঘাসফুল শিবির।

৬০ নম্বর ওয়ার্ডটির উত্তর দিকে হরেকৃষ্ণ কোঙার রোড, অনজুমান রোড, মফিদুল ইসলাম লেন ও ডাক্তার সুরেশ সরকার রোড। পূর্ব দিকে ডাক্তার সুন্দরীমোহন এভিনিউ। দক্ষিণ দিকে সোহরাবর্দি এভিনিউ, পার্ক স্ট্রিট ও বেনিয়াপুকুর। পশ্চিম দিকে জননগর রোড, ক্রিমেটোরিয়াম স্ট্রিট, হরেকৃষ্ণ কোঙার রোড, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড ও হাতিবাগান রোড (উত্তর)।

বেনিয়াপুকুর থানা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৩৫,৭৩২ জন। এর মধ্যে ১৮,৯৬৪ পুরুষ। ১৬,৭৬৮ মহিলা।

২০০৫ সালের পুরভোটে ৬০ নম্বর ওয়ার্ডে জয়ী হন সিপিআইএমের প্রার্থী মানজার এহেসান। ২০১০ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী গুলজার জিয়া জয়ী হন। ২০১৫ সালে কাইজার জামিলকে এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

২০২১ সালের পুরভোটে প্রথমে তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছিল মহম্মদ ইয়েজুজার রহমানকে। তবে পরে এই প্রার্থী বদলে আবারও প্রার্থী করা হয় কাইজার জামিলকেই। বিজেপির প্রার্থী রমেশকুমার সিং। এবার সিপিএমের প্রার্থী সেই মানজার এহেসান। কংগ্রেস প্রার্থী করেছে মহম্মদ নাদিমকে।

বালিগঞ্জ|| ওয়ার্ড নম্বর- ৬০ (বোরো- ৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল কাইসর জামিল ১৯২০৬ ৬৩.৯৯ ৪৮.২১
বিজেপি রমেশ কুমার সিং ৪৩৪ ১.৪৫ ৩.০৯
বাম মঞ্জর আসান ১৮৩৫ ৬.১১ ২২.৭২
কংগ্রেস নদীম মহম্মদ ৮২২৬ ২৭.৪১ ২৪.৪০
অন্যান্য ১.৫৮
বালিগঞ্জ|| ওয়ার্ড নম্বর- ৬০ (বোরো- ৬) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল কাইজার জামিল ১২,৮৭২ ৪৮.২১
বিজেপি রমেশ কুমার সিং ৮২৬ ৩.০৯
বাম মনজর হাসান ৬,০৬৭ ২২.৭২
কংগ্রেস নদীম মহম্মদ ৬,৫১৪ ২৪.৪০
অন্যান্য ৪১৯ ১.৫৮