Ward 68 Ballygunge KMC Election Result 2021 LIVE: প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ওয়ার্ডে এবার জোর টক্কর জোড়া ফুল বনাম জোড়া পাতায়

KMC Election Result 2021, Ward 68 Ballygunge LIVE Counting: সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রথমে প্রার্থী করেছিল তৃণমূল এই ওয়ার্ডে।

Ward 68 Ballygunge KMC Election Result 2021 LIVE: প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ওয়ার্ডে এবার জোর টক্কর জোড়া ফুল বনাম জোড়া পাতায়
কলকাতা পুরসভা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 2:03 PM

কলকাতা: ৬৮ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৮ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই ওয়ার্ডের মধ্যে পড়ে বন্ডেল রোড, বালিগঞ্জ স্টেশন রোড, ফার্ন রোড।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের ওয়ার্ড হিসাবেই পরিচিত ৬৮ নম্বর ওয়ার্ডটি। গত তিন পুরভোটে অর্থাৎ ২০০৫ সালের ভোট, ২০১০ সালের ভোট ও ২০১৫ সালের ভোটে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরই জয় জয়কার। তবে এবার এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী দেওয়া নিয়ে বিতর্ক দানা বাধে।

সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রথমে প্রার্থী করেছিল তৃণমূল এই ওয়ার্ডে। পরে তাঁকে সরিয়ে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কে প্রার্থী করে। এরপর প্রয়াত মন্ত্রীর বোন এই ওয়ার্ডেই নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান। জোড়া ফুল প্রতীক না পেয়ে জোড়া পাতা প্রতীকে লড়ছেন তনিমা। ২০১৫ সালের পুরভোটে এই ওয়ার্ডে ১ হাজার ৪২৮ ভোটের ব্যবধানে তৃণমূলের জয় হয়।

৬৮ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে বন্ডেল রোড। পূর্ব দিকে ইস্টার্ন রেলওয়ের লাইন। দক্ষিণ দিকে কাঁকুলিয়া রোড ও ফার্ন রোড। পশ্চিম দিকে লীলা রায় সরণি (গড়িয়াহাট রোড)। এই ওয়ার্ড গড়িয়াহাট থানার অধীনে। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডে লোকসংখ্যা ২০,৭২৪। এরমধ্যে পুরুষ ১০,৪৩৪। মহিলা ১০,২৯০।

২০২১ সালের কলকাতা পুরসভার ভোটে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। বিজেপি প্রার্থী পিঙ্কি ঘোষ। বামফ্রন্ট প্রার্থী ডরোথি মজুমদার ঘোষাল। কংগ্রেস প্রার্থী মৌমিতা মুখোপাধ্যায়।

বালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৬৮ (বোরো- ৮) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সুদর্শনা মুখার্জি
বিজেপি পিঙ্কি ঘোষ
বাম ডরোথি মজুমদার ঘোষাল
কংগ্রেস মৌমিতা মুখার্জি
অন্যান্য
বালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৬৮ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সুদর্শনা মুখার্জি ৪,৮৩৩ ৪৫.৫৯
বিজেপি মিতালি সাহা ৩,৪০৫ ৩২.১২
বাম বন্দিতা বাউল ১,৯৮৮ ১৮.৭৫
কংগ্রেস ছন্দা বাগচি ২১৪ ২.০২
অন্যান্য ১৬১ ১.৫২