Ward 69 Ballygunge KMC Election Result 2021 LIVE: তিনবারের জেতা ওয়ার্ড ধরে রাখাই তৃণমূলের চ্যালেঞ্জ ৬৯ নম্বর ওয়ার্ডে

KMC Election Result 2021, Ward 69 Ballygunge LIVE Counting: ২০০৫ সাল থেকে এই ওয়ার্ড তৃণমূলের দখলে।

Ward 69 Ballygunge KMC Election Result 2021 LIVE: তিনবারের জেতা ওয়ার্ড ধরে রাখাই তৃণমূলের চ্যালেঞ্জ ৬৯ নম্বর ওয়ার্ডে
কলকাতা পুরসভা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 7:23 PM

কলকাতা: ৬৯ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৮ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই ওয়ার্ডের মধ্যেই পড়ে সার্কাস এভিনিউ, বেকবাগান রো, হাজরা রোড।

২০০৫ সাল থেকে এই ওয়ার্ড সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দখলে। ২০০৫ সালে এই ওয়ার্ডে কাউন্সিলর হন ঘাসফুল প্রার্থী মণিলা চৌধুরী। ২০১০ সালে অনিতা বসু হন কাউন্সিলর। তিনিও ছিলেন তৃণমূলের। ২০১৫ সালের পুরভোটে জয়ী হন শুকদেব চক্রবর্তী।

৬৯ নম্বর ওয়ার্ডের উত্তরে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড এবং বেক বাগান। পূর্ব দিকে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ এবং সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, দক্ষিণে হাজরা রোড এবং পশ্চিমে শরৎ বোস রোড। এই ওয়ার্ডটি বালিগঞ্জ থানার অধীনে। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৪৪,১১১। এরমধ্যে পুরুষের সংখ্যা ২১,২০৫ জন। মহিলার সংখ্যা ২১,২০৫ জন।

২০২১ সালের কলকাতা পুরসভার ভোটে ৬৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী দিলীপ কুমার বসু। বিজেপি প্রার্থী কৌশলপ্রসাদ মিশ্র। বামফ্রন্টের প্রার্থী গোপাল হাজরা। কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ ঘোষ।

বালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৬৯ (বোরো- ৮) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল দিলীপ বোস  ১৩১২৭  ৭১.৯৪ ৩৫.৩৪
বিজেপি কুশল প্রসাদ মিশ্রা  ৩৩১৪ ১৮.১৬ ২৯.০৪
বাম গোপাল হাজরা ১৩৬৭ ৭.৪৯ ১২.৪৭
কংগ্রেস বিশ্বজিৎ ঘোষ ৯৫ ১.০৮ ২১.৭৬
অন্যান্য ১.৩৯
বালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৬৯ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল শুকদেব চক্রবর্তী ৭,৬৬২ ৩৫.৩৪
বিজেপি কৌশল প্রসাদ মিশ্র ৬,২৯৬ ২৯.০৪
বাম শুশঙ্কর মণ্ডল ২,৭০৫ ১২.৪৭
কংগ্রেস মানিলা চৌধুরী ৪,৭১৮ ২১.৭৬
অন্যান্য ৩০১ ১.৩৯