AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 112 Bansdroni KMC Election Result 2021 LIVE: ১১২ নম্বর ওয়ার্ডে জোড়াফুলের শক্তি ঘাঁটি কি টলাতে পারবে পদ্ম?

KMC Election Result 2021, Ward 112 Bansdroni LIVE Counting: ২০১৫ সালেও এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী অনিতা কর মজুমদার। তিনি পেয়েছিলেন ১১ হাজার ৬৩৩ ভোট।

Ward 112 Bansdroni KMC Election Result 2021 LIVE: ১১২ নম্বর ওয়ার্ডে জোড়াফুলের শক্তি ঘাঁটি কি টলাতে পারবে পদ্ম?
ছোট লালবাড়ির লড়াই
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 12:10 AM
Share

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১১ নম্বর বোরোর অন্তর্গত ১১২ নম্বর ওয়ার্ড। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের (Tollygunge Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার বাশদ্রোণি এবং আদিগঙ্গার দক্ষিণ দিকের কিছু এলাকা। ব্রক্ষ্মপুরের কিছু এলাকাও রয়েছে এর মধ্যে। ১১ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে আদি গঙ্গা। পূর্বে রয়েছে বিধান পল্লি রোড। দক্ষিণে রয়েছে শেখপাড়া রোড, রায়নগর এবং পশ্চিমে রয়েছে এইচ এল সরকার রোড এবং পীর পুকুর রোড।

২০০৫ সাল থেকেই এই ওয়ার্ডে তৃণমূলের শক্ত ঘাঁটি। ২০০৫ সালের পৌরভোটে তৃণমূলের টিকিটে জিতেছিলেন গোপাল রায়। ২০১০ সালেও তিনিই জেতেন। তারপর ২০১৫ সালেও এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী অনিতা কর মজুমদার। তিনি পেয়েছিলেন ১১ হাজার ৬৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের উমা মুখোপাধ্যায় পেয়েছিলেন ৫০২৮ ভোট। বিজেপি প্রার্থী দিপা চক্রবর্তী পেয়েছিলেন ২৭০৭ ভোট। আর কংগ্রেস প্রার্থী ঝুমা বিশ্বাস পেয়েছিলেন ৩০২ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে গোপাল রায়কে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন দেবজ্যোতি মজুমদার। ১১২ নম্বর ওয়ার্ড থেকে বামেদের প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের সুব্রত কুমার দে। কংগ্রেস প্রার্থী করছে শ্যামল বিশ্বাসকে।

বাঁশদ্রোণী || ওয়ার্ড নম্বর-১১২ (বোরো-১১)।। ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল গোপাল রায় ১৪৭৭৬ ৭৩.০০ ৫৭.৫৮
বিজেপি দেবজ্যোতি মজুমদার ২৬৬২ ১৩.১৫ ১৩.৩৯
বাম সুব্রত কুমার দে ২২৮৪ ১৩.৯৫ ২৪.৮৮
কংগ্রেস শ্যামল বিশ্বাস ২৪৪ ১.২১  ১.৪৯
অন্যান্য ২৭৫ ০.৭৯ ২.৬৬
বাঁশদ্রোণী || ওয়ার্ড নম্বর-১১২ (বোরো-১১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল অনিতা কর মজুমদার ১১৬৩৩ ৫৭.৫৮
বিজেপি দীপা চক্রবর্তী ২৭০৭ ১৩.৩৯
বাম উমা মুখোপাধ্যায় ৫০২৮ ২৪.৮৮
কংগ্রেস ঝুমা বিশ্বাস ৩০২ ১.৪৯
অন্যান্য ৫৩৩ ২.৬৬