Ward 120 Behala KMC Election Result 2021 LIVE: কংগ্রেস হয়ে তৃণমূলে, ১২০ নম্বর ওয়ার্ডের তিন বারের কাউন্সিলরের অভিজ্ঞতার উপরেই ভরসা রাখছে জোড়াফুল

KMC Election Result 2021, Ward 120 Behala LIVE Counting: ২০০৫ সালে এই ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন সুশান্ত ঘোষ। তখন অবশ্য তিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। পরে ২০১০ সাল এবং ২০১৫ সাল – দুই বারের পৌরভোটেই এই ওয়ার্ডটি থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ।

Ward 120 Behala KMC Election Result 2021 LIVE: কংগ্রেস হয়ে তৃণমূলে, ১২০ নম্বর ওয়ার্ডের তিন বারের কাউন্সিলরের অভিজ্ঞতার উপরেই ভরসা রাখছে জোড়াফুল
ছোট লালবাড়ির লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 12:46 AM

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৩ নম্বর বোরোর অন্তর্গত ১২০ নম্বর ওয়ার্ড। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের (Behala Purba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে বেহালার জেমস লং সরণি (James Long Sarani), ব্লিস পার্ক, বেহালা গার্ডেনস, বেহালা ট্রাম ডিপো এবং আশেপাশের বেশ কিছু এলাকা। ১৩ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে রায় বাহাদুর এ সি রায় রোড। পূর্বে রয়েছে বামাচরণ রায় রোড। দক্ষিণে রয়েছে রায় ভূপেন রায় রোড এবং পশ্চিম দিক বরাবর চলে গিয়েছে ডায়মন্ড হারবার রোড।

২০০৫ সালে এই ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন সুশান্ত ঘোষ। তখন অবশ্য তিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। পরে ২০১০ সাল এবং ২০১৫ সাল – দুই বারের পৌরভোটেই এই ওয়ার্ডটি থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭১৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী অরিন্দম ঝাঁ পেয়েছিলেন ৩২০৭ ভোট। বিজেপি প্রার্থী তপন কুমার ঘোষ পেয়েছিলেন ১৭৪৩ ভোট। আর কংগ্রেস প্রার্থী দেবাশিস ঘোষ পেয়েছিল ৩৯৫ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে আরও একবার প্রার্থী করেছে সুশান্ত ঘোষকে। বিজেপির পদ্ম প্রতীকে তৃণমূলকে টেক্কা দিতে তৈরি উজ্জ্বল বড়াল। কংগ্রেসের টিকিটে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বনাথ দাস। আর বামেরা এখানে প্রার্থী করছে গৌতম অধিকারীকে।

বেহালা-ট্রাম ডিপো || ওয়ার্ড নম্বর- ১২০ (বোরো- ১৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সুশান্ত ঘোষ ৭৬৭০  ৬৭.৪৮ ৫৫.৯২
বিজেপি উজ্জ্বল বড়াল ১৪৮৮  ১৩.০৯ ১৩.৬৪
বাম গৌতম অধিকারী  ১৭২৩  ১৫.১৬ ২৫.১০
কংগ্রেস বিশ্বনাথ দাস ২১৭  ১.৯১  ৩.০৯
অন্যান্য ২.২৫
বেহালা-ট্রাম ডিপো || ওয়ার্ড নম্বর- ১২০ (বোরো- ১৩) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সুশান্ত ঘোষ ৭১৪৫ ৫৫.৯২
বিজেপি তপন কুমার ঘোষ ১৭৪৩ ১৩.৬৪
বাম অরিন্দম ঝাঁ ৩২০৭ ২৫.১০
কংগ্রেস দেবাশিস ঘোষ ৩৯৫ ৩.০৯
অন্যান্য ২৮৬ ২.২৫