Ward 70 Bhawanipore KMC Election Result 2021 LIVE: ৭০ নম্বর ওয়ার্ড ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির

KMC Election Result 2021, Ward 70 Bhawanipore LIVE Counting: ২০১৫ সালে এই ওয়ার্ডে জয়ী হন বিজেপির প্রার্থী।

Ward 70 Bhawanipore KMC Election Result 2021 LIVE: ৭০ নম্বর ওয়ার্ড ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির
কলকাতা পুরসভা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 7:25 PM

কলকাতা: ৭০ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৮ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ কলকাতার ভবানীপুর (যদুবাবুর বাজার)-সহ বিভিন্ন অংশ। এই ওয়ার্ডে রয়েছে চক্রবেড়িয়া রোড, পদ্মপুকুর রোড।

২০০৫ সালের পুরভোটে এই ওয়ার্ডটি সিপিআইএমের দখলে ছিল। ২০১০ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে ক্ষমতায় আসে। ২০১৫ সালে এই ওয়ার্ডে জয়ী হন বিজেপির প্রার্থী। ১ হাজার ৯৮৭ ভোটের ব্যবধানে জয়ী হয় বিজেপি।

এই ওয়ার্ডের উত্তর দিকে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড, পূর্ব দিকে শরৎ বোস রোড ও চক্রবেড়িয়া রোড দক্ষিণ। দক্ষিণ দিকে চক্রবেড়িয়া রোড ও পদ্মপুকুর রোড। পশ্চিম দিকে জওহরলাল নেহরু রোড ও আশুতোষ মুখার্জি রোড। কলকাতা পুলিশের ভবানীপুর থানার অধীনে এই ওয়ার্ড। টালিগঞ্জ মহিলা থানার (সাউথ ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, আলিপুর, হেস্টিংস, ময়দান, ভবানীপুর, কালীঘাট, টালিগঞ্জ, চারু মার্কেট, নিউ আলিপুর ও চেতলা।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ১৮,৬১৮ জন। এর মধ্যে ৯.৭৫০ পুরুষ। ৮,৮৬৮ মহিলা।

২০২১ সালের পুরভোটে তৃণমূলের এই ওয়ার্ডে প্রার্থী অসীমকুমার বসু। বিজেপি প্রার্থী ভীমসিং বর্মা। বামফ্রন্ট বরুণ দাস। কংগ্রেস দেবশুভ্র মজুমদার।

ভবানীপুর || ওয়ার্ড নম্বর- ৭০ (বোরো- ৮) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অসীম কুমার বোস (বাবাই) ৬১৬৪ ৬৮.১১ ৩৫.৩৪
বিজেপি ভীম সিং বর্মা ২১৩৬ ২৩.৬০ ৫২.৯৫
বাম বরুণ দাস ৫৬৬ ৬.২৫ ৬.৮২
কংগ্রেস দেবশুভ্র মজুমদার ১২০ ১.৩৩ ২.৫১
অন্যান্য ২.৩৮
ভবানীপুর || ওয়ার্ড নম্বর- ৭০ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সচ্চিদানন্দ ব্যানার্জি ৩,৯৮৬ ৩৫.৩৪
বিজেপি অসীমকুমার বোস ৫,৯৭৩ ৫২.৯৫
বাম নির্মলেন্দু গুহ ৭৬৯ ৬.৮২
কংগ্রেস তপন মিত্র ২৮৩ ২.৫১
অন্যান্য ৩১৩ ২.৩৮