AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Municipal Elections 2021 Chowranghee Ward No. 53: দু’বারের কাউন্সিলরই এবারও তৃণমূলের মুখ ৫৩ নম্বর ওয়ার্ডে

KMC Election Result 2021, Ward 53 Chowranghee LIVE Counting: ২০২১ সালের পুরভোটে ৫৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ইন্দ্রানী সাহা বন্দ্যোপাধ্যায়ই। বিজেপির প্রার্থী গৌতম দাশগুপ্ত।

Kolkata Municipal Elections 2021 Chowranghee Ward No. 53: দু'বারের কাউন্সিলরই এবারও তৃণমূলের মুখ ৫৩ নম্বর ওয়ার্ডে
কলকাতা পুরসভা।
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 6:44 PM
Share

কলকাতা: ৫৩ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৫ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। তালতলা ও মৌলালি নিয়ে এই ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর।

২০০৫ সালে কলকাতা পুরসভার ভোটে এই ওয়ার্ডে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম সাহা। ২০১০ সালে ৫৩ নম্বর ওয়ার্ডে ক্ষমতায় আসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ২০১৫ সালের পুরভোটেও জয়ী হয় ঘাসফুলই।

৫৩ নম্বর ওয়ার্ডের উত্তরে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড। দক্ষিণে দেওদার স্ট্রিট ও আবদুল হালিম স্ট্রিট। পূর্বে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, পশ্চিমদিকে রফি আহমেদ কিদওয়াই রোড। তালতলা থানার আওতায় এই ওয়ার্ড। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলার আওতাধীন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তা।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ২৫, ৫৯৮ জন। এর মধ্যে ১৩, ৮৬২ পুরুষ। ১১,৭৩৬ মহিলা।

২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম সাহা। ২০১০ সালের পুরভোটে জয়ী হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়। ২০১৫ সালের পুরভোটেও ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল। জয়ী হন সেই বছরও।

২০২১ সালের পুরভোটে ৫৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ইন্দ্রানী সাহা বন্দ্যোপাধ্যায়ই। বিজেপির প্রার্থী গৌতম দাশগুপ্ত। কংগ্রেস প্রার্থী আকবর হুসেন বাদল।

চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৫৩ (বোরো- ৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল ইন্দ্রানী সাহা ব্যানার্জি ৮৩৫৪ ৬৫.৬৫ ৫৬.০৬
বিজেপি গোতম দাশগুপ্ত ২৬৭৫ ২০.৯৫ ৩১.২৪
বাম ৭.৫৮
কংগ্রেস আকবর হোসেন ১৬০৮ ১২.৫৯ ৩.৭৬
অন্যান্য ১.৩৬
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৫৩ (বোরো- ৬) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল ইন্দ্রানী সাহা ব্যানার্জি ৭,৭০১ ৫৬.০৬
বিজেপি শঙ্কু দাশগুপ্ত ৪,২৯১ ৩১.২৪
বাম অঞ্জলী রোজারিও ১,০৪১ ৭.৫৮
কংগ্রেস দরকশন প্রবীন ৫১৬ ৩.৭৬
অন্যান্য ১৮৭ ১.৩৬