Ward 59 Entally KMC Election Result 2021 LIVE: এবারও জলি বোস তৃণমূলের ভরসার মুখ ৫৯ নম্বর ওয়ার্ডে
KMC Election Result 2021, Ward 59 Entally LIVE Counting: ২০০৫ সাল ও ২০১০ সালের পুরভোটে ৫৮ নম্বর ওয়ার্ডটি সিপিএমের দখলে থাকলেও ২০১৫ সালের ভোটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয়ী হয়।
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৫৯ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। বেনিয়াপুকুর, গোবরা, ট্যাংরা (সিল লেন) নিয়ে এই ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডটি এন্টালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর।
২০০৫ সাল ও ২০১০ সালের পুরভোটে ৫৮ নম্বর ওয়ার্ডটি সিপিএমের দখলে থাকলেও ২০১৫ সালের ভোটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয়ী হয়।
৫৯ নম্বর ওয়ার্ডের উত্তরে ক্রিস্টোফার রোড। পূর্বে গোবিন্দচন্দ্র খটিক রোড ও তপসিয়া রোড (দক্ষিণ)। দক্ষিণে গুড়িয়াপাড়া রোড, তপসিয়া রোড (দক্ষিণ), তিলজলা রোড, গোরাচাঁদ রোড। পশ্চিমে তপসিয়া রোড (দক্ষিণ), তিলজলা রোড ও ডাক্তার সুন্দরীমোহন এভিনিউ। কলকাতা পুলিশের তপসিয়া ও বেনিয়াপুকুর থানা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৭০,২৬১ জন। এর মধ্যে ৩৬,৩৪১ পুরুষ। ৩৩,৯২০ মহিলা।
২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন সিপিআইএমের স্নেহাংশু রায়। ২০১০ সালের ভোটে জয়ী হন সিপিএম প্রার্থী দেবাংশু রায়। ২০১৫ সালে এই ওয়ার্ডে ঘাসফুল ফোটে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী জলি বোস জয়ী হন।
২০২১ সালের পুরভোটে ৫৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জলি বোসই। বিজেপি প্রার্থী ঐশী মাজি। সিপিএম প্রার্থী রমা কর বসু। কংগ্রেস প্রার্থী ফতেমা অনজুম।
এন্টালি || ওয়ার্ড নম্বর- ৫৯ (বোরো- ৭) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | জলি বোস | ৩৪২১৬ | ৮১.০১ | ৫৭.১৪ |
বিজেপি | ঐশী মাঝি | ২৪০২ | ৫.৬৯ | ৮.৪৩ |
বাম | রমা কর বসু | ২৪৮৪ | ৫.৮৮ | ২৯.৮৭ |
কংগ্রেস | ফতেমা অঞ্জুম | ২৮২৯ | ৬.৭০ | ২.৯৮ |
অন্যান্য | – | – | – | ১.৫৮ |
এন্টালি || ওয়ার্ড নম্বর- ৫৯ (বোরো- ৭) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | জলি বোস | ২১,২৩৬ | ৫৭.১৪ |
বিজেপি | মৌমিতা ভট্টাচার্য | ৩,১৩৫ | ৮.৪৩ |
বাম | জয়শ্রী দেবনন্দী | ১১,১০১ | ২৯.৮৭ |
কংগ্রেস | মেহইস করিম | ১,১০৯ | ২.৯৮ |
অন্যান্য | – | ৫৮৫ | ১.৫৮ |