Ward 100 Naktala KMC Election Result 2021 LIVE: গত নির্বাচনে ১০০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছিলেন বাম প্রার্থী

KMC Election Result 2021, Ward 100 Naktala LIVE Counting: এককালে এই ওয়ার্ডে বামেদের রমরমা থাকলেও এখন কার্যত তৃণমূলের দখলে। ২০১০ সাল এবং ২০১৫ সালের পৌর নির্বাচনে জোড়াফুলের প্রার্থীদেরই ভোটে জিতিয়েছেন এখানকার মানুষরা।

Ward 100 Naktala KMC Election Result 2021 LIVE: গত নির্বাচনে ১০০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছিলেন বাম প্রার্থী
ছোট লালবাড়ির লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 11:30 PM

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১০০ নম্বর ওয়ার্ড। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের (Tollygunge Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়ার (Garia) একাংশ (রামগড়, নাকতলা, লক্ষ্মী নারায়ণ কলোনী)। ১০ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তর দিক বরাবর চলে গিয়েছে রায়পুর মণ্ডল পাড়া রোড। পূর্ব দিক দিয়ে গিয়েছে রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড। দক্ষিণে রয়েছে টলির নালা এবং পশ্চিম দিক বরাবর গিয়েছে নাকতলা রোড এবং খানপুর রোড।

এককালে এই ওয়ার্ডে বামেদের রমরমা থাকলেও এখন কার্যত তৃণমূলের দখলে। ২০১০ সাল এবং ২০১৫ সালের পৌর নির্বাচনে জোড়াফুলের প্রার্থীদেরই ভোটে জিতিয়েছেন এখানকার মানুষরা। উল্লেখ্য, ২০০৫ সালের পৌর ভোটে এই এলাকা থেকে ভোটে জিতেছিলেন বাম প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পরে ২০১০ সালের ভোটে এখান থেকে জেতেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ২০১৫ সালেও তৃণমূল প্রার্থী সুস্মিতা দাম জয়ী হয়েছিলেন এখান থেকে। তিনি পেয়েছিলেন ৬৩৯৪ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম প্রার্থী মীরা ঘোষ (বুলা)। তিনি পেয়েছিলেন ৬৩৯১ টি ভোট। বিজেপি প্রার্থী মধুমিতা ভট্টাচার্য পেয়েছিলেন ২২১৬ টি ভোট। আর কংগ্রেসের পকেটে ছিল ২০৪ ভোট।

এবার ২০২১ সালের পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে প্রসেনজিৎ দাসকে। বিজেপির প্রার্থী হয়েছেন সঞ্জয় দাস। গতবার তৃণমূল প্রার্থীকে কাঁটায় কাঁটায় টক্কর দেওয়া মীরা ঘোষের উপর এই নির্বাচনে আরও একবার বাজি রাখছে বামেরা।

দক্ষিণ গড়িয়া-নাকতলা || ওয়ার্ড নম্বর- ১০০ (বোরো- ১০) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল প্রসেনজিৎ দাস ১২৪১৩ ৬৯.২৩ ৪০.২৭
বিজেপি সঞ্জয় দাস ১২০৭ ৬.৭৩  ১৩.৯৫
বাম মীরা ঘোষ ৪০৫৩ ২২.৬০ ৪০.২৫
কংগ্রেস শাহজাহান দেওয়ান  ১২৬ ০.৭০ ২.৫৬
অন্যান্য ৮২ ০.৪৪ ২.৯৭
দক্ষিণ গড়িয়া-নাকতলা || ওয়ার্ড নম্বর- ১০০ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সুস্মিতা দাম ৬৩৯৪ ৪০.২৭
বিজেপি মধুমিত ভট্টাচার্য ২২১৬ ১৩.৯৫
বাম মীরা ঘোষ ৬৩৯১ ৪০.২৫
কংগ্রেস মল্লিকা চক্রবর্তী ২০৪ ২.৫৬
অন্যান্য ৬৭২ ২.৯৭