Ward 103 Santoshpur KMC Election Result 2021 LIVE: বাম-তৃণমূল হয়ে ফের বাম, এবার কোন দিকে পাল্লা ভারী ১০৩ নং ওয়ার্ডে?

KMC Election Result 2021, Ward 103 Santoshpur LIVE Counting: ২০১৫ সালে ফের এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন সিপিএম প্রার্থী নন্দিতা রায়। গত পৌর নির্বাচনে নন্দিতা রায় পেয়েছিলেন ৬২১৪ ভোট। তাঁকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছিলেন তৃণমূল প্রার্থী স্বপ্না দাস।

Ward 103 Santoshpur KMC Election Result 2021 LIVE: বাম-তৃণমূল হয়ে ফের বাম, এবার কোন দিকে পাল্লা ভারী ১০৩ নং ওয়ার্ডে?
ছোট লালবাড়ির লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 11:53 PM

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১২ নম্বর বোরোর অন্তর্গত ১০৩ নম্বর ওয়ার্ড। যাদবপুর বিধানসভা কেন্দ্রের (Jadavpur Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার সন্তোষপুরের (Santoshpur) কিছুটা অংশ। তার মধ্যে রয়েছে সন্তোষপুর লেক, বিধান কলোনী, মডার্ন পার্ক, পূর্ব রাজাপুর, রানি রাসমণি বাগান, আদিপল্লি। ১২ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে সন্তোষপুর এভনিউ (Santoshpur Avenue)। পশ্চিম দিকে রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল লাইন এবং কালীকুমার মজুমদার রোড। দক্ষিণেও রয়েছে রেল লাইন এবং পঞ্চাননগ্রাম খাল। পূর্ব দিকের সীমানাতেও রয়েছে পঞ্চাননগ্রাম খাল।

২০১০ সালে এই ওয়ার্ডটি বামেদের থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। তৃণমূলের কাউন্সিলর হয়েছিলেন সঞ্জয় দাস। কিন্তু তারপর ২০১৫ সালে ফের এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন সিপিএম প্রার্থী নন্দিতা রায়। গত পৌর নির্বাচনে নন্দিতা রায় পেয়েছিলেন ৬২১৪ ভোট। তাঁকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছিলেন তৃণমূল প্রার্থী স্বপ্না দাস। তিনি পেয়েছিলেন ৬১৮৫ ভোট। বিজেপি প্রার্থী দেবপ্রিয়া গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন ২০২১ টি ভোট। আর কংগ্রেসের প্রার্থী রীতা আচার্যর ঝুলিতে ছিল মাত্র ২৬৫ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে বামেরা এখান থেকে আরও একবার ভরসা রাখছে নন্দিতা রায়ের উপর। তৃণমূল প্রার্থী করেছে সুকুমার দাসকে। বিজেপির প্রার্থী হয়েছেন সন্দীপ বাগচি এবং কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন দেবজ্যোতি দাস।

সন্তোষপুর || ওয়ার্ড নম্বর- ১০৩ (বোরো- ১২) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সুকুমার দাস ৫৭৭০ ৪৩.৪৬ ৪১.৬৩
বিজেপি সন্দীপ বাগচি ১০৩১ ৭.৭৭ ১৩,৬০
বাম নন্দিতা রায় ৫৮৬২ ৪৪.১৫ ৪১.৮৩
কংগ্রেস দেবজ্যোতি দাস ৫২২ ৩.৯৩  ১.৭৮
অন্যান্য  ১.১৫
সন্তোষপুর || ওয়ার্ড নম্বর- ১০৩ (বোরো- ১২) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল স্বপ্না দাস ৬১৮৫ ৪১.৬৩
বিজেপি দেবপ্রিয়া গঙ্গোপাধ্যায় ২০২১ ১৩,৬০
বাম নন্দিতা রায় ৬২১৪ ৪১.৮৩
কংগ্রেস রীতা আচার্য ২৬৫ ১.৭৮
অন্যান্য ১৭১ ১.১৫