AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 29 Beleghata KMC Election Result 2021 Live: ২০১৫-তে বামেদের থেকে ওয়ার্ডটি ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস, এবার নজরে ২৯ নম্বর ওয়ার্ড

KMC Election Result 2021 Ward 29 Beleghata Live Counting: ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এই এলাকা। এই এলাকায় মোট জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম।

Ward 29 Beleghata KMC Election Result 2021 Live: ২০১৫-তে বামেদের থেকে ওয়ার্ডটি ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস, এবার নজরে ২৯ নম্বর ওয়ার্ড
কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 3:12 PM
Share

কলকাতা: ২৯ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা ৩ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। কলকাতার উত্তরাংশে নারকেলডাঙা অঞ্চল নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

২৯ নম্বর ওয়ার্ডটি উত্তরে সতীন সেন সরণি, উপেন্দ্র চন্দ্র ব্যানার্জী রোড, সাস্তীতলা রোড এবং নারকেলডাঙ্গা উত্তর রোডের সীমানায় অবস্থিত। পূর্ব দিকে সিআইটি রোড এবং উপেন্দ্র ব্যানার্জি রোড, দক্ষিণে ধ্যান দেবী খান্না রোড এবং মতিলাল সেন লেন রয়েছে।

এই ওয়ার্ডটি কলকাতা পুলিশের নারকেলডাঙ্গা থানা দ্বারা নিয়ন্ত্রিত। এদিকে, উল্টোডাঙ্গা মহিলা থানা কলকাতা পুলিশের পূর্ব শহরতলির বিভাগের আওতাধীন সমস্ত পুলিশ জেলাকে কভার করে। যেমন বেলিয়াঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙ্গা, উল্টোডাঙ্গা, ট্যাংরা এবং ফুলবাগান। এটিও এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের বাসিন্দার সংখ্যা ৫৩,৭৮২ জন।

২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তত্কালীন কাউন্সিলর ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা সুবোধ কুমার দে। ২০১০ সালে পালাবদলের সময়েও এখানে জয়ের ধারা অব্যাহত রাখে ফরওয়ার্ড ব্লক। আবারও কাউন্সিলর হন সুবোধবাবুই। ২০১৫ সালে হয় পট পরিবর্তন। কংগ্রেস ওয়ার্ডটি ছিনিয়ে নেয়। কাউন্সিলর হন প্রকাশ উপাধ্যায়।

২০১৫ সালে কলকাতার এই ওয়ার্ডের পুরভোটের ফলাফল

২০১৫ সালে এই ওয়ার্ডের কাউন্সিলর হন প্রকাশ উপাধ্যায়। দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট। ২০১০ সালের বামেদের আসন সংখ্যা কমে ১৮ টা ও তৃতীয় স্থানে বিজেপি। তাদের ৪ টি আসন বাড়ে।

২০২১ পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী ইকবাল আহমেদ,  বিজেপি প্রার্থী মহম্মদ মুক্তার ও বামেদের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহম্মদ সাহিদ। 

বেলেঘাটা-নারকেলডাঙা|| ওয়ার্ড নম্বর- ২৯ (বোরো- ৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল ইকবাল আহমেদ ১৬,১২৭ ৫৪.৩৪ ২৮.৭২
বিজেপি মহম্মদ মুক্তার ৬৬১ ২.২৩ ২.৮৪
বাম মহম্মদ শাহীদ ১০৫৪ ৩.৫৫ ৭.৯৪
কংগ্রেস প্রকাশ কুমার উপাধ্যায় ১১৪৬১ ৩৮.৬২ ৫৮.০৪
অন্যান্য ২.৪৬
বেলেঘাটা-নারকেলডাঙা || ওয়ার্ড নম্বর- ২৯ (বোরো- ৩) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল পরেশ পাল ৮,০৬৫ ২৮.৭২
বিজেপি মহঃ মুক্তার ৭৯৮ ২.৮৪
বাম সুদীপ্তা দাস ২,২৩১ ৭.৯৪
কংগ্রেস প্রকাশ কুমার উপাধ্যায় ১৬,২৯৬ ৫৮.০৪
অন্যান্য ৬৮৩ ২.৪৬