Ward 48 Chowranghee KMC Election Result 2021 Live: কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর ঘাসফুলের একচেটিয়া আধিপত্য, নজরে ৪৮ নম্বর ওয়ার্ড

KMC Election Result 2021 Ward 48 Chowranghee Live Counting: ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ২০,৪৩৭। ২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল কংগ্রেসের দখলে।

Ward 48 Chowranghee KMC Election Result 2021 Live: কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর ঘাসফুলের একচেটিয়া আধিপত্য, নজরে ৪৮ নম্বর ওয়ার্ড
কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 6:33 PM

কলকাতা: ৪৮ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ৫ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। বউবাজারের কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

৪৮ নং ওয়ার্ডে উত্তর দিকে সুরেন্দ্রলাল পাইন লেন, মধু গুপ্ত লেন ও সিদ্ধেশ্বর চন্দ্র লেন, পূর্ব দিকে শশীভূষণ দে স্ট্রিট ও রাজা রামমোহন রায় সরণি, দক্ষিণ দিকে হৃদয়রাম বন্দ্যোপাধ্যায় লেন এবং পশ্চিম দিকে চাঁদনি চক স্ট্রিট, খয়রু প্লেস ও কলেজ স্ট্রিট।

এই ওয়ার্ডটি মুচিপাড়া থানার নিয়ন্ত্রণাধীন। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা, যেমন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তাকে নিয়ন্ত্রণ করে।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ২০,৪৩৭। ২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল কংগ্রেসের দখলে। তত্কালীন কাউন্সিলর ছিলেন প্রশান্ত দত্ত। ২০১০ সালে তৃণমূলের তরফে এই ওয়ার্ডটির ক্ষমতা নেওয়া হয়। কাউন্সিলর হন সত্যেন্দ্রনাথ দে। ২০১৫ সালে তৃণমূলের টিকিটে তিনিই ফের কাউন্সিলর হন।

২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন বিশ্বরূপ দে, টিকিটে লড়ছেন চিত্তরঞ্জন মান্না। বামেদের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনিশা দাস।

চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৮ (বোরো- ৫) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল বিশ্বরূপ দে ৭৫৬৪  ৮১.৪৫ ৫৪.৩০
বিজেপি চিত্তরঞ্জন মান্না ৮১৪ ৮.৭৬ ১৪.১৮
বাম অন্নেষা দাস ৪৮২ ৫.১৯ ১১.৪৭
কংগ্রেস আশিস চ্যাটার্জি  ১৭২ ২.৭৮ ১৬.২৪
অন্যান্য ৩.৮১
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৮ (বোরো- ৫) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সত্যেন্দ্রনাথ দে (বুলুদা) ৫,৫৪২ ৫৪.৩০
বিজেপি চিত্তরঞ্জন মান্না ১,৪৪৭ ১৪.১৮
বাম সপ্তর্ষি ব্যানার্জি ১,১৭১ ১১.৪৭
কংগ্রেস পম্পা দত্ত ১,৬৫৮ ১৬.২৪
অন্যান্য ৩৮৯ ৩.৮১