Ward 49 Chowranghee KMC Election Result 2021 Live: ২০১০-এর পর থেকেই এই ওয়ার্ডে একচেটিয়া ঘাসফুলের আধিপত্য, নজরে ৪৯ নম্বর ওয়ার্ড
KMC Election Result 2021 Ward 49 Chowranghee Live Counting: ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ১৯,৪১৬ জন। ২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল কংগ্রেসের দখলে। তত্কালীন কাউন্সিলর ছিলেন অপরাজিতা দাশগুপ্ত।
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৪৯ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা হল ৫ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। বউবাজার ও শিয়ালদহ অঞ্চলের কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
৪৯ নং ওয়ার্ডের উত্তর দিকে সুরেন্দ্রলাল পাইন লেন ও সূর্য সেন স্ট্রিট, পূর্ব দিকে আচার্য প্রফুল্লচন্দ্র রোড ও আচার্য জগদীশচন্দ্র বসু রোড (বিদ্যাপতি সেতু সহ), দক্ষিণ দিকে বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট এবং পশ্চিম দিকে রাজা রামমোহন রায় সরণি।
এই ওয়ার্ডটি মুচিপাড়া থানার নিয়ন্ত্রণাধীন। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা, যেমন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তাকে নিয়ন্ত্রণ করে।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ১৯,৪১৬ জন। ২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল কংগ্রেসের দখলে। তত্কালীন কাউন্সিলর ছিলেন অপরাজিতা দাশগুপ্ত। এরপর ২০১০ সালেই পট পরিবর্তন। তবে কাউন্সিলর অপরিবর্তিত। অর্থাত্ তৃণমূলের টিকিটে সেবারও কাউন্সিলর হয়েছিলেন অপরাজিতা দাশগুপ্তই। ২০১৫ সালেও তৃণমূলের টিকিটে তিন বারের কাউন্সিলর তিনি।
২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়, বিজেপির টিকিটে লড়ছেন রাজলক্ষ্মী বিশ্বাস। বামেদের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপনীতা পাণ্ডে।
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৯ (বোরো- ৫) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | মোনালিসা ব্যানার্জি | ৫০৩২ | ৮১.৪৪ | ৪৪.৯৮ |
বিজেপি | রাজলক্ষ্মী বিশ্বাস | ৪৩৮ | ৭.-০৯ | ৯.২৩ |
বাম | উপনীতা পাণ্ডে | ৫০৩ | ৮.১৪ | ১৪.৯৮ |
কংগ্রেস | আমনা খানম | ১৭২ | ২.৭৮ | ২৮.৭৭ |
অন্যান্য | – | – | – | ২.০৪ |
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৯ (বোরো- ৫) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | অপরাজিতা দাশগুপ্ত | ৩,০৪৪ | ৪৪.৯৮ |
বিজেপি | অনন্ত সিনহা রায় | ৬২৫ | ৯.২৩ |
বাম | গৌতম প্রামাণিক | ১,০১৪ | ১৪.৯৮ |
কংগ্রেস | মোনালিসা ব্যানার্জি | ১,৯৪৭ | ২৮.৭৭ |
অন্যান্য | – | ১৩৭ | ২.০৪ |