AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joka Ward No142 KMC Election Result 2021 Live: ৯৩ শতাংশ ভোট নিয়ে ১৪২ নম্বর ওয়ার্ডের দখল নিল তৃণমূল

KMC Election Result 2021 Ward 142 Live Counting: দক্ষিণ কলকাতার ১৩৪ ও ১৪২ নম্বর ওয়ার্ডে বাম-কংগ্রেসের কেউই প্রার্থী দিতে পারেনি।

Joka Ward No142 KMC Election Result 2021 Live: ৯৩ শতাংশ ভোট নিয়ে ১৪২ নম্বর ওয়ার্ডের দখল নিল তৃণমূল
অলংকরণ: অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 2:29 PM
Share

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১৪২ নম্বর ওয়ার্ডটি ১৬ নম্বর বরোর অংশ। জোকা অঞ্চলের কিছুটা অংশ নিয়ে তৈরি এই ওয়ার্ডটি হয়েছে ২০১২ সালে। শুধু ১৪২ নয়, ১৪৩ এবং ১৪৪ নম্বর ওয়ার্ডও তৈরি হয় ওই বছরে। ১৬ নম্বর বরোর অন্তর্ভুক্ত হওয়ার আগে এই তিন ওয়ার্ড ছিল পঞ্চায়েত এলাকা। জোকা ১ এবং জোকা ২ গ্রাম পঞ্চায়েতের অংশটিকে ২০১২ সালে কলকাতা পুরসভার মধ্যে আনা হয়। বেহালা পূর্ব বিধানসভার অংশ এটি।

২০১৫ সালে ১৪২ নম্বরও ওয়ার্ডে জয়ী হন রঘুনাথ পাত্র। তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উল্লেখ্য়, ২০১৫ সালে কলকাতা পুর এলাকার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টিতেই জয় পায় তৃণমূল। সেই ভোটে বামেরা পেয়েছিল ১৫টি ওয়ার্ড। বিজেপি ৭টি। কংগ্রেস জয়লাভ করে ৫টি ওয়ার্ডে। বাকি ৩টি ওয়ার্ডে জয়ী হন নির্দল প্রার্থীরা। এর পরে দু’টি নির্বাচন হয়েছে। ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভোট। তারও পরে কলকাতার ভবানীপুর আসনে গত সেপ্টেম্বরেই উপনির্বাচন হয়েছে। জিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১ পুরসভা ভোট: ২০২১ পুরভোটে তৃণমূল শিবির ১৪২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে গতবারের জয়ী কাউন্সিলর রঘুনাথ পাত্রকে। বিজেপি প্রার্থী করেছে অমর দাসকে। এদিকে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে ১২৫টি ওয়ার্ডে। আর বামফ্রন্ট প্রার্থী দিয়েছে ১২৮টি ওয়ার্ডে। তবে কংগ্রেসের প্রার্থী নেই ১৯টি ওয়ার্ডে, বামেদের ১৬টিতে। কিন্তু দক্ষিণ কলকাতার ১৩৪ ও ১৪২ নম্বর ওয়ার্ডে আবার এই দু’পক্ষের কেউই প্রার্থী দিতে পারেনি।

বেহালা-জোকা || ওয়ার্ড নম্বর- ১৪২ (বোরো- ১৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল রঘুনাথ পাত্র ১৫৯৫৯ ৯৩.২০ ৮৭.১০
বিজেপি অমর দাস ৯৬১ ৫.৬১ ৫.১০
বাম ৬.২৭
কংগ্রেস বামকে সমর্থন ১.২১
অন্যান্য গৌতম কোলে (নির্দল) ২০৪ ১.১৯ ০.৩১
বেহালা-জোকা || ওয়ার্ড নম্বর- ১৪২ (বোরো- ১৬) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল রঘুনাথ পাত্র ১১৩২৭ ৮৭.১০
বিজেপি ফ্রান্সিস সামসন কোরয়া ৬৬৩ ৫.১০
বাম সুবীর ব্যানার্জি ৮১৬ ৬.২৭
কংগ্রেস মলয় দাস ১৫৮ ১.২১
অন্যান্য ৪১ ০.৩১