Ward 25 Jorasanko KMC Election Result 2021 Live: ২০০৫ থেকে এখনও! তৃণমূলের এই ওয়ার্ডে এখনও আঁচড়ও কাটতে পারেননি বিরোধীরা, নজরে ২৫ নম্বর ওয়ার্ড
KMC Election Result 2021 Ward 25 Jorasanko Live Counting: ২০০৫-২০১৫ সাল-টানা একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে তৃণমূল। ২০০৫ সালে ওই এলাকা দখলে নেয়ে তৃণমূল।
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: কলকাতা পুরসংস্থার ২৫ নম্বর ওয়ার্ডটি নন্দা মল্লিক লেনের ঠিক উত্তর সীমানা বরাবর শুরু হচ্ছে। এই ওয়ার্ডটি জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত।
২৫ নম্বর ওয়ার্ডের উত্তর দিনে নন্দা মল্লিক লেন, পূর্বে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের পূর্ব দিক ঘেঁষে ওয়ার্ডের সীমানা। দক্ষিণে মদন চ্যাটার্জি লেন এবং পশ্চিমে রবীন্দ্র সরণি। গিরিশ পার্ক ও জোড়াসাঁকো থানার আওতাভুক্ত এলাকা এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
এদিকে, কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা তালতলা মহিলা থানার অন্তর্ভুক্ত। এটিও ২৫ নম্বর ওয়ার্ডেই অবস্থিত। বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তা এলাকা এই থানার নিয়ন্ত্রিত। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের বাসিন্দা ২৭,৪৮৪ জন।
২০০৫-২০১৫ সাল-টানা একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে তৃণমূল। ২০০৫ সালে ওই এলাকা দখলে নেয়ে তৃণমূল। তখন কাউন্সিলর ছিলেন স্মিতা বক্সি। তারপর থেকে টানা তিনিই ২০১৫ সাল পর্যন্ত ওই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। বিরোধীরা সেখানে দাঁতও ফোটাতে পারেননি।
২০১৫ সালে কলকাতার এই ওয়ার্ডের পুরভোটের ফলাফল
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়লাভ করেন দুইবারের কাউন্সিলর স্মিতা বক্সি। ২০২১ পুর নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজেশ সিনহা। বিজেপি প্রার্থী সুনীল হর্ষ। বামেদের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন নরেশ চৌধুরী।
জোড়াসাঁকো-সিমলা || ওয়ার্ড নম্বর- ২৫ (বোরো- ৪) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | রাজেশ কুমার সিনহা | ৬৯৬৬ | ৬৪.২১ | ৪৯.৮৪ |
বিজেপি | সুনীল হর্ষ | ২৮৪৯ | ২৬.২৬ | ৩১.৭১ |
বাম | নরেশ প্রসাদ পোদ্দার | ৫২৮ | ৪.৮৭ | ৯.৪০ |
কংগ্রেস | বিক্রম সিং | ৩৬৫ | ৩.৩৬ | ২.৭৪ |
অন্যান্য | – | – | – | ৬.৩১ |
জোড়াসাঁকো-সিমলা || ওয়ার্ড নম্বর- ২৫ (বোরো- ৪) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | স্মিতা বক্সী | ৬,৬০০ | ৪৯.৮৪ |
বিজেপি | সুনীল হর্ষ | ৪,৪৬৪ | ৩১.৭১ |
বাম | রবি কুমার সোনকার | ১,২৪৪ | ৯.৪০ |
কংগ্রেস | দীপক সিং | ৩৬৪ | ২.৭৪ |
অন্যান্য | – | ৫৭০ | ৬.৩১ |