Ward 75 Port-Watgunge KMC Election Result 2021 LIVE: টিকিট না পেয়ে সদ্য দলবদল করেছেন বিলকিস বেগম, প্রভাব পড়বে বামেদের ভোটে?

KMC Election Result 2021, Ward 75 Port-Watgunge LIVE Counting: এবার এই ওয়ার্ডে সিপিএম টিকিট দিয়েছে ফৈয়জ আহমেদ খানকে।

Ward 75 Port-Watgunge KMC Election Result 2021 LIVE: টিকিট না পেয়ে সদ্য দলবদল করেছেন বিলকিস বেগম, প্রভাব পড়বে বামেদের ভোটে?
কলকাতা পুলিশের দক্ষিণ বন্দর থানা এলাকার মধ্যে পড়ে এই ওয়ার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 8:52 PM

কলকাতা : কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি ওয়ার্ড। উত্তর দিকে রয়েছে স্লাইড রো এবং মুন্সী প্রেমচাঁদ সরণি। পূর্বে খিদিরপুর রোড ও দক্ষিণে কবিতীর্থ সরণি। আর পশ্চিম দিকে রয়েছে পোর্ট ট্রাস্ট রেলওয়ে ও গার্ডেন রিচ রোড। ওয়াটগঞ্জ, হেস্টিংস এবং কলকাতা পুলিশের দক্ষিণ বন্দর থানা এলাকার মধ্যে পড়ে এই ওয়ার্ড। ওই ওয়ার্ডের মধ্যে রয়েছে ৯ টি বোরো। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের বাসিন্দার সংখ্যা ২৬ হাজার ৯২৫।

কলকাতা বন্দর ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র। তবে এই ৭৫ নম্বর ওয়ার্ড বরাবরই বামেদের শক্ত ঘাঁটি। পরপর দুবারের কাউন্সিলর হয়েও এবার টিকিট পাননি বিলকিস বেগম। প্রার্থী তালিকায় নাম না থাকাতেই কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। ২০১০, ২০১৫ পরপর দুবার সিপিএমের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। এবার এই ওয়ার্ডে সিপিএম টিকিট দিয়েছে ফৈয়জ আহমেদ খানকে।

প্রার্থী বদলের কী প্রভাব পড়বে, সেটাই এখন দেখার। বামেদের টেক্কা দিতে তৃণমূল এই ওয়ার্ডে টিকিট দিয়েছে নিজামুদ্দিন শামসকে। এর আগে ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। এবার তাঁর ওয়ার্ড বদল করা হয়েছে। আর বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন মহেশ রাম।

কলকাতা বন্দর- ওয়াটগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৭৫ (বোরো- ৯) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল নিজামুদ্দীন শামস ১০৪৪২  ৬৬.৬৩ ২৬.২৯
বিজেপি মহেশ রাম  ১৪০০  ৮.৯৩ ৫৬.০৫
বাম ফৈয়াজ আহমেদ খান ৩৫০৩  ২২.৩৫ ১৩.২৩
কংগ্রেস মহম্মদ আকিল ১৫০ ০.৯৬ ২.০৪
অন্যান্য ২.৩৯
কলকাতা বন্দর- ওয়াটগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৭৫ (বোরো- ৯) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল অমরেন্দ্র সিং ৩,২৩৮ ২৬.২৯
বিজেপি শেখ সিরাজুল করিম ১,৬৩০ ৫৬.০৫
বাম বিলকিস বেগম ৬,৯০৩ ১৩.২৩
কংগ্রেস দীপক লাল দাস ২৫১ ২.০৪
অন্যান্য ২৯৩ ২.৩৯