কংগ্রেস Political Party in Lok Sabha Election 2024 Result

আজও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল হল কংগ্রেস। স্বাধীনতার পর বেশিরভাগ সময়, ভারতের শাসন ক্ষমতা ছিল এই দলের হাতেই।

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা কংগ্রেস ভারতের সবথেকে পুরনো রাজনৈতিক দল। ১৮৮৫ সালে এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়। মতবাদের দিক থেকে কংগ্রেস মধ্যপন্থী। বম্বেতে (বর্তমানে মুম্বই) দলের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্য়ায়। ভারতের স্বাধীনতা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল এই দল। আজও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল হল কংগ্রেস। স্বাধীনতার পর বেশিরভাগ সময়, ভারতের শাসন ক্ষমতা ছিল এই দলের হাতেই। ১৭টি লোকসভা নির্বাচনে,৭বারই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া আরও তিনবার জোট সরকার গঠন করেছে। কংগ্রেস দল থেকে মোট ছয়জন প্রধানমন্ত্রী হয়েছেন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী প্রমুখ এই দলের বিশিষ্ট নেতা ছিলেন। বর্তমানে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এছাড়াও দলের কাণ্ডারী হিসাবে রয়েছেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। 

বিগত কয়েক বছর ধরেই লোকসভা ও বিধানসভা নির্বাচনে শোচনীয় ফল কংগ্রেসের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মাত্র ৫২টি  আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। কংগ্রেসের নেতৃত্বে থাকা ইউপিএ জোট ৯১ টি আসন পেয়েছিল। তার আগে ২০১৪ সালে নির্বাচনে আরও খারাপ ফল ছিল কংগ্রেসের, মাত্র ৪৪টি আসনে জয়ী হয়।

দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল (India's Major Political Parties)
Party Name Leads + Result Party Logo Party President Party Establishment Year
Bharatiya Janata Party J P Nadda 1980
Indian National Congress Mallikarjun Kharge 1885

ভোটের খবর ২০২৪