Municipal Elections 2022: বুথে ঢুকতেই প্রার্থীর শাড়ির আঁচলে টান! বেনজির ঘটনার সাক্ষী থাকল রাজপুর-সোনারপুর
Municipal Elections 2022: নির্দল প্রার্থীর বক্তব্য, বহিরাগতরা ঢুকে ভোট লুঠ করছিল। বাধা দিতে গেলে তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ।
দক্ষিণ ২৪ পরগনা: বুথে চলছে অবাধ ছাপ্পা। প্রতিবাদ করতে গিয়েছিলেন নির্দল প্রার্থী। বুথের মধ্যেই প্রার্থীর শাড়ি খুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযোগ ঘিরে সরগরম রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ৩৮৯ নম্বর বুথে নির্দল প্রার্থী মহুয়া দাসের শাড়ি খুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। নির্দল প্রার্থীর বক্তব্য, বহিরাগতরা ঢুকে ভোট লুঠ করছিল। বাধা দিতে গেলে তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিদনিধিরা ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে যান। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ।
ক্যামেরা কেড়ে নেওয়া হয়। গোটা ঘটনা দাঁড়িয়ে দেখেছে পুলিশ। বুথের সামনে কর্তব্যরত পুলিশকর্মীরা কার্যত নিষ্ক্রিয় ছিলেন বলেই অভিযোগ। বিরোধীদের অভিযোগ, এই ওয়ার্ডের একাধিক বুথে একই ভাবে ছাপ্পা হয়েছে। কাঠগড়ায় তৃণমূল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: সিপিএমের ওপর ‘হামলা’র ছবি করছিলেন, TV9 বাংলার সাংবাদিককে মাটিতে ফেলে পেটালেন ২০-২৫ জন ‘তৃণমূলী’