Municipal Elections 2022: অসাধারণ মুন্সিয়ানা! পুলিশের সামনেই লাইনে দাঁড়িয়ে, ভোটার কার্ড ছাড়াই পরপর দু’বার ভোট…দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Feb 27, 2022 | 11:23 AM

West Bengal Municipal Election: সকাল থেকেই অশান্তির খবর রাজ্য জুড়ে। একাধিক জেলায় দেখা যাচ্ছে, মারামারি, রক্তারক্তির ছবিও।

বোলপুর: ভোটের সকালেই উত্তেজনা অনুব্রত মণ্ডলের গড়ে। বোলপুরে সাত সকালেই ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল। বোলপুরের ৫ নম্বর ওয়ার্ডের ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিরোধী দল। দেখা গিয়েছে ভোটার কার্ড ছাড়াই এক ব্যক্তি পরপর দুবার ভোট দেন। অভিযোগ, বুথের মাঝে ভোটার কার্ড ছাড়াই ভোট দিচ্ছে তৃণমূলের লোকেরা। সেই ছবি ক্যামেরাবন্দি করতে গেলে সংবাদিকদের হেনস্থা করা হয়। আরও একটি ঘটনা ঘটেছে বোলপুরের অর্জুন লাল স্কুলে। ভোট দিয়ে বেরনোর সময় সাংবাদিকরা প্রশ্ন করলে পালিয়ে যান ভোটার। সাধারণ ভোটাররা কোথায় ভোট দিচ্ছেন, তা দেখছেন তৃণমূলের এজেন্ট!

বীরভূমের সিউড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নুরাই পাড়ায় ১৪৩ নম্বর বুথেও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেসের বুথ এজেন্ট চঞ্চল চট্টোপাধ্যায় জানাচ্ছেন, তাঁর সামনেই দেদার ছাপ্পা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমি প্রশাসনকে বারবার জানিয়েছি, কিন্তু কোনও লাভ হচ্ছে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি তাঁরা।’

আরও পড়ুন : Municipal Elections 2022: সিপিএমের ওপর ‘হামলা’র ছবি করছিলেন, TV9 বাংলার সাংবাদিককে মাটিতে ফেলে পেটালেন ২০-২৫ জন ‘তৃণমূলী’

Published on: Feb 27, 2022 10:05 AM