AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Elections 2022: ভোটে অশান্তি নয়! সারা গায়ে ‘শান্তির বার্তা’ নিয়ে বুথে বুথে ঘুরলেন ওই ব্যক্তি

Municipal Elections 2022: স্বরুপ কুমার পাল পেশায় ব্যবসায়ী। বাঁকুড়ার চক বাজারে নিজের আলু, পেঁয়াজ, আদা, রসুনের দোকান রয়েছে।

Municipal Elections 2022: ভোটে অশান্তি নয়! সারা গায়ে 'শান্তির বার্তা' নিয়ে বুথে বুথে ঘুরলেন ওই ব্যক্তি
পোস্টার লিখে এলাকায় ঘুরলেন ওই ব্যক্তি
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 2:27 PM
Share

বাঁকুড়া: অশান্তি এড়িয়ে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হওয়া উচিৎ। সেই বার্তা নিয়ে লেখা পোস্টার সারা গায়ে সাঁটিয়ে দিনভর বুথে বুথে ঘুরলেন এক ব্যক্তি। বাংলার নির্বাচনে অশান্তির ছবি নতুন নয়। বিধানসভা হোক, লোকসভা হোক বা পুরসভা, সব ভোটেই বিক্ষিপ্ত অশান্তির ছবি চোখে পড়ে বারবার। বিশেষত শাসক দলের বিরুদ্ধে ওঠে অভিযোগ। সেই সব দৃশ্যই নাড়া দিয়েছে ওই ব্যক্তিকে। তাই স্বরুপ কুমার পাল নামে বাঁকুড়ার ওই বাসিন্দা আজ এক অভিনব উদ্যোগ নিয়েছেন

রবিবার সকাল থেকে রাজ্যের ১০৭ পুরসভায় শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট শুরু হওয়ার আগে থেকেই অশান্তির খবর আসতে শুরু করে। আর এ দিনই বাঁকুড়ার রাস্তায় দেখা গেল ওই ব্যক্তিকে। তাঁর দাবি, টেলিভিশনের পর্দায় তিনি দেখেছেন, ভোটের নামে রাজনৈতিক রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রাণের শহরে সেই রক্ত আর দেখতে চান না বাঁকুড়ার চকবাজার এলাকার বাসিন্দা স্বরুপ কুমার পাল। তাই সকাল থেকে সারা শরীরে শান্তির বার্তা নিয়ে দিনভর শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেন তিনি।

স্বরুপ কুমার পাল পেশায় ব্যবসায়ী। বাঁকুড়ার চক বাজারে নিজের আলু, পেঁয়াজ, আদা, রসুনের দোকান রয়েছে। কিন্তু তাঁর আরও একটা পরিচয় আছে। তিনি নির্বাচন এলেই বেরিয়ে পড়েন সারা শরীরে পোস্টার সেঁটে। পোস্টারে লেখা থাকে শান্তির বার্তা। সকলকে শান্ত থাকার আবেদন লেখা সেই পোস্টার নিয়ে পায়ে হেঁটে বুথে বুথে ঘুরে বেড়ান তিনি। পুর নির্বাচনেও তার অন্যথা হলনা। বাঁকুড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডের বুথে বুথে ঘুরে কখনও রাজনৈতিক দলগুলির ক্যাম্পে আবার কখনও বুথমুখী ভোটারদের কাছে হাজির হয়ে তিনি তুলে ধরছেন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচনের বার্তা।

এ দিন তিনি জানিয়েছেন, তিনি ভারত সেবাশ্রমে দীক্ষিত। তিনি মনে করেন, ‘সর্বে ভবন্তু সুখিনঃ’, অর্থাৎ প্রত্যেকেরই সুখী হওয়া উচিৎ। তাই প্রত্যেকবার এ ভাবেই শান্তির বার্তা ছড়ান তিনি।

আরও পড়ুন: Municipal Elections 2022 : রাজ্যজুড়ে পুরভোটে অশান্তির ছবি, ‘ভোটগ্রহণ অত্যন্ত নিরপেক্ষ’ বললেন কুণাল

আরও পড়ুন: Municipal Elections 2022: ‘এইরকম ভোট দেখিনি…মেরে ফেলার হুমকি দিচ্ছে’ দেখুন ভয়ে-আতঙ্কে কীভাবে কাঁদছেন নির্দল প্রার্থীর স্বামী