মালদায় আইএসএফ-কে আসন ছাড়ব না: আবু হাসেম খান চৌধুরী

সৌরভ পাল

|

Updated on: Mar 06, 2021 | 5:30 PM

আইএসএফ-এর (ISF) সঙ্গে জোট এবং আসন সমঝোতায় রাজি নন মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan choudhury)।

আইএসএফ-এর (ISF) সঙ্গে জোট এবং আসন সমঝোতায় রাজি নন মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan choudhury)। টিভি নাইন বাংলায় গনি খান সাহেবের পরিবারের সদস্য আবু হাসেম খান চৌধুরীর সাফ কথা, “পীরজাদা সিদ্দিকির সঙ্গে আমাদের কোনও সমঝোতা হয়নি। আমরা কাউকে কিছু দিতে পারব না।”