AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতে গিয়েও বোঝাতে পারলেন না ব্রাত্য, সম্ভবত বুধবারই বিজেপিতে কাউন্সিলর প্রবীর পাল

দলবদলের হাওয়া অব্যাহত রাজ্যে। বুধবার প্রবীর পাল (Prabir Pal) ছাড়াও বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন একগুচ্ছ কাউন্সিলর। সম্ভবত যোগ দেবেন এক বিধায়কও (MLA)।

বাড়িতে গিয়েও বোঝাতে পারলেন না ব্রাত্য, সম্ভবত বুধবারই বিজেপিতে কাউন্সিলর প্রবীর পাল
প্রবীর পালের বাড়িতে গিয়েছিলেন ব্রাত্য বসু
| Edited By: | Updated on: Mar 10, 2021 | 2:42 PM
Share

কলকাতা: শুভেন্দু কিংবা রাজীবকে দিয়ে শুরু। এরপর ভোটের নির্ঘণ্ট (West Bengal Assembly elections 2021) ঘোষণা হয়ে গেলেও রাজ্যে দলবদলের হাওয়া এখনও অব্যাহত। আর প্রার্থী ঘোষণার পর যে ভাবে একের পর এক নেতা-নেত্রী দলবদল করছেন, তা কার্যত নজিরবিহীন। সেই দলবদলের তালিকা এবার আরও লম্বা হচ্ছে। সম্ভবত বুধবারই পদ্ম শিবিরে (BJP) যোগ দিতে পারেন দমদমের কাউন্সিলর তথা ব্রাত্য বসু ঘনিষ্ঠ নেতা কেটি তথা প্রবীর পাল (Prabir Pal)।

এ দিন সকালেই তাঁর বাড়িতে গিয়েছিলেন ব্রাত্য বসু (Bratya Basu)। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি বলেই সূত্রের খবর। প্রবীর পালের সঙ্গে দল ছাড়তে পারেন দক্ষিণ দমদমের আরও ৫ বিদায়ী তৃণমূল কাউন্সিলরও। এলাকায় তাঁর অনুগামীর সংখ্যা কম নয়। তবে দলে কোণঠাসা হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। শুধু ব্রাত্য বসু নয়, সৌগত রায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালোই। শোনা যাচ্ছে সৌগত রায়ও প্রবীরকে বোঝানোর চেষ্টা করেছেন। ব্রাত্য বসুর বিরুদ্ধে তাঁকে টিকিট দিয়ে দিতে পারে বিজেপি, এমনটাও জল্পনা।

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রবীর পাল বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন। এরপরই প্রবীর পাল বিজেপিতে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেন। এছাড়া হাওড়ার ৬ কাউন্সিলর ও পানিহাটির ৫ কাউন্সিলরও যোগ দেবেন বিজেপিতে।

অন্যদিকে নদিয়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা তেহট্টের প্রবীণ বিধায়ক গৌরীশঙ্কর দত্তও এ দিন যোগ দিচ্ছেন বিজেপিতে। বুধবারই তিনি কলকাতায় এসে বিজেপিতে যোগ দিতে পারেন। ২০১৬ সালে তেহট্ট থেকে বিধায়ক হলেও, এবার আর তাঁকে প্রার্থী করেনি দল। তাপস সাহাকে আনা হয়েছে তেহট্ট আসনে। সাত বছর ধরে তিনি নদিয়া জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। কিন্তু প্রার্থী তালিকায় তাঁর নাম নেই।

আরও পড়ুন: জোট নিয়ে জটিলতা চরমে, তিন আসনে একইসঙ্গে প্রার্থী দিল বাম-কংগ্রেস

টিকিট না পাওয়ার ক্ষোভে দিন দুয়েক আগেই দল ছেড়েছেন অনেকে। বিধানসভা ভোটে টিকিট না পেয়ে এ বার ‘বিদ্রোহীদের’ তালিকায় নাম লিখিয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক। আবার কিট পাওয়া সত্ত্বেও দলবদলের নিদর্শনও রয়েছে। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজের ছেলেকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, দক্ষিণ বসিরহাটের বেসুরো তৃণমূল বিধায়ক দিপেন্দু বিশ্বাসও গেরুয়া শিবিরে যোগদান করেছেন। বেশ কয়েক দিনের জল্পনার পর বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও সোনালি গুহ এবং হবিবপুরের টিকিট পাওয়া বিধায়ক সরলা মুর্মুও যোগ দিয়েছেন বিজেপিতে।