AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জোট নিয়ে জটিলতা চরমে, তিন আসনে একইসঙ্গে প্রার্থী দিল বাম-কংগ্রেস

বুধবার শুরু হয়েছে সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। সেখানে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি আলোচনা হবে নন্দীগ্রাম (Nandigram) নিয়েও।

জোট নিয়ে জটিলতা চরমে, তিন আসনে একইসঙ্গে প্রার্থী দিল বাম-কংগ্রেস
আলোচনাতেই মিলবে সমাধান, বলছেন বিমান বসু
| Edited By: | Updated on: Mar 10, 2021 | 1:26 PM
Share

কলকাতা: দফায় দফায় বৈঠক হয়েও মিটছে না সমস্যা। জোটের জট ক্রমশ বেড়েই চলেছে। জোটের ঘোষণা হওয়া সত্ত্বেও একাধিক আসনে একই সঙ্গে বাম (Left) ও কংগ্রেস (Congress) প্রার্থী দিয়েছে। অন্যদিকে, নন্দীগ্রামের মমতা (Mamata Banerjee) ও শুভেন্দুর (Shuvendu Adhikary) মতো হেভিওয়েট প্রার্থীদের টক্কর দেওয়ার জন্য আইএসএফ-কে আসন ছেড়ে দেওয়া হলেও প্রার্থী দিতে পারেননি আব্বাস সিদ্দিকিরা (Abbas Siddiqi)। বুধবার তাই ফের বৈঠকে বসছে বামেরা।

বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক শুরু হয়েছে। আর সেই বৈঠকে এই সব বিষয় নিয়ে আলোচনা হবে বলেই জানা গিয়েছে। এ দিনই নন্দীগ্রামে মনোনয়ন জমা দিচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও প্রার্থীর নাম স্থির করতে পারেনি সিপিএম। এছাড়া এ দিনের বৈঠকে ইস্তেহার নিয়েও হবে আলোচনা।

নন্দীগ্রামের ক্ষেত্রে দুটি নাম বামেদের আলোচনায় উঠে আসছে, মহাদেব ভুঁইয়া ও পরিতোষ পট্টনায়ক। স্থানীয় নেতাদের ওপরেই ভরসা করা হবে নাকি রাজ্যস্তরের কোনও ওজনদার কোনও নেতাকে নিয়ে যাওয়া হবে, তা নিয়েও হবে আলোচনা। নন্দীগ্রামের পাশপাশি দাসপুরেও প্রার্থী দেবে সিপিএম।

তবে জোটের জটিলতা সবথেকে বেশি বেড়েছে রাজ্যের তিনটি আসন নিয়ে। যে তিন আসনে একই সঙ্গে প্রার্থী দিয়েছে বাম ও কংগ্রেস। এই তিনটি আসন হল পুরুলিয়ার কাশিপুর, জয়পুর ও বাগমুন্ডি। গত ৫ মার্চ কাশিপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছিল সিপিআইএম। মঙ্গলবার আবার একই আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ফলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। যদিও এই নিয়ে বাম বা কংগ্রেস শিবিরে কোনও ব্যাখ্যা নেই। তবে বিমান বসুর দাবি, আলোচনার মাধ্যমে মিটবে সমস্যা।

আরও পড়ুন: এপিসেন্টার নন্দীগ্রাম! আজ মনোনয়ন মমতার, যজ্ঞে বসবেন শুভেন্দু

এ দিকে, জয়পুরে ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতোকে। সেখানে আবার কংগ্রেসের হয়ে মনোনয়ন দিয়েছেন ফণীভূষণ মাহাতো। বাগমুন্ডিতে কংগ্রেসের হয়ে লড়ছেন সেখানকার বিধায়ক নেপাল মাহাতো। সেখানেও আবার প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। স্বাভাবিকভাবেই নতুন করে জচটিলতা তৈরি হয়েছে।

অন্যদিকে নন্দীগ্রামের পাশাপাশি রঘুনাথপুর ও শালতোড়ায় আইএসএফের জন্য মোর্চার আলোচনায় আসন ছাড়া হলেও সেখানে শেষ পর্যন্ত সিপিএম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্থির হয়েছে। রঘুনাথপুরে প্রার্থী হয়েছেন গণেশ বাউড়ি আর শালতোড়ায় নন্দদুলাল বাউড়ি। সব মিলিয়ে বুধবারের বৈঠকে জট কাটবে বলেই আশা করা হচ্ছে।