বাহিনীকে প্রভাবিত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কমিশনে অভিযোগ তৃণমূলের

নির্বাচন কমিশনে তৃণমূল (TMC) জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাঁদের বাকি দফায় যেন না ব্যবহার করা হয়।

বাহিনীকে প্রভাবিত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কমিশনে অভিযোগ তৃণমূলের
নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধিরা।
Follow Us:
| Updated on: Apr 02, 2021 | 3:13 PM

কলকাতা: দ্বিতীয় দফায় ভোটের (West Bengal Elections 2021) পর ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কমিশনেই স্মারকলিপি জমা দিলেন দলীয় প্রতিনিধিরা। একইসঙ্গে তৃণমূলের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করছেন। শুক্রবার সাত সদস্যর প্রতিনিধি দল যায় কমিশনে। ছিলেন যশবন্ত সিংহ, নয়না বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়, সুব্রত মুখোপাধ্যায়, দোলা সেন, নাদিমূল হক, ডেরেক ও’ব্রায়েন। পরবর্তী ছয় দফার ভোট যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সে দাবিতেই এদিন কমিশনে স্মারকলিপি দেন তাঁরা।

কমিশন থেকে বেরিয়ে সুব্রত মুখোপাধ্যায় জানান, মানুষ যাতে স্বাধীন ভাবে ভোট দিতে পারেন, সে কথাই জানানো হল। বর্ষীয়ান এই তৃণমূল নেতার কথায়, “বিজেপি কর্মী ও গুন্ডারা ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। মানুষকে ভোট দিতে দিচ্ছে না। বহু জায়গায় ভয় দেখানো হয়েছে। ভোটার ভোট দিতে না পেরে ফিরে গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করেছে। তাই অভিযোগ জানানো হলেও কোনও কাজ হয়নি।”

আরও পড়ুন: বয়াল নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা পড়ল দিল্লিতে

একইসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের অভিযোগ, দ্বিতীয় দফার ভোটের পর ৩০০ অভিযোগ জমা পড়েছে। অথচ কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। তৃণমূলের তরফে কমিশনকে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর যেসমস্ত সদস্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাঁদের বাকি দফায় যেন না ব্যবহার করা হয়।