WB Panchayat Elections: পর্যাপ্ত বাহিনী রয়েছে, ভোট হবে এক দফাতেই, স্পষ্ট করল হাইকোর্ট

WB Panchayat Elections: রাজ্য নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার পরই মামলা করেছিলেন অধীর চৌধুরী। ভোট শান্তিপূর্ণ করার জন্য দফা বাড়ানো প্রয়োজন বলেই দাবি করেছিলেন তিনি।

WB Panchayat Elections: পর্যাপ্ত বাহিনী রয়েছে, ভোট হবে এক দফাতেই, স্পষ্ট করল হাইকোর্ট
প্রধান বিচারপতি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 12:50 PM

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানো হচ্ছে না। এক দফাতেই ভোট হবে। বুধবারই তা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। দফা বাড়ানোর দাবিতে মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন খারিজ হয়ে গেল সেই মামলা। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যথেষ্ট বাহিনী মোতায়েন করা হচ্ছে, তাই আর দফা বাড়ানোর প্রয়োজন নেই। এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও একই দাবিতে মামলা করেছিলেন। তাঁর আর্জিও খারিজ হয়ে যায় হাইকোর্টে। সুতরাং, এক দফাতেই তে ভোট হবে, তা মোটামুটি স্পষ্ট।

অধীরের করা মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘শৃঙ্খলা রক্ষা নিয়ে ইতিমধ্যেই একাধিক নির্দেশ দিয়েছে আদালত। তাই নতুন করে দায়ের করা এই মামলায় কোনও নির্দেশ দেওয়ারও প্রয়োজন নেই।’

রাজ্য নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার পরই মামলা করেছিলেন অধীর চৌধুরী। ভোট শান্তিপূর্ণ করার জন্য দফা বাড়ানো প্রয়োজন বলেই দাবি করেছিলেন তিনি। তবে শুধু এটাই নয়, ভোট নিয়ে একাধিক মামলা হয়েছিল আদালতে। আদালতের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় কমিশন। প্রথমে ২২ কোম্পানি বাহিনী চাওয়া হলেও, পরে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ দেওয়ার পর আরও ৮০০ কোম্পানি বাহিনী চায় কমিশন। সেই মতো বাহিনী মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়েছে। কোথায়, কত বাহিনী মোতায়েন করা হবে, সেই পরিকল্পনাও তৈরি করা হয়েছে।