বয়ফ্রেন্ডের সঙ্গে ভার্চুয়ালি আলাপ করালেন আলিয়া কাশ্যপ

আলিয়ার বয়ফ্রেন্ডের নাম শন গ্রেগোইরে। তাঁর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘তোমার সঙ্গে সবথেকে খুশি থাকি’।

বয়ফ্রেন্ডের সঙ্গে ভার্চুয়ালি আলাপ করালেন আলিয়া কাশ্যপ
আলিয়া কাশ্যপ।
Follow Us:
| Updated on: May 13, 2021 | 9:07 PM

পরিচালক অনুরাগ কাশ্যপ এবং সম্পাদিকা আরতি বাজাজের মেয়ে আলিয়া কাশ্যপ (Aaliyah Kashyap) এখন প্রায়ই শিরোনামে থাকেন। বলিউডে স্টার কিডদের তালিকায় তিনি বেশ আলোচিত এক নাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। এ বার নিজের বিশেষ বন্ধুর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন ভার্চুয়ালি।

আলিয়ার বয়ফ্রেন্ডের নাম শন গ্রেগোইরে। তাঁর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘তোমার সঙ্গে সবথেকে খুশি থাকি’।

আলিয়া ববারবই স্পষ্টবক্তা। তাই নিজের বিশেষ সম্পর্ক যে তিনি লুকিয়ে রাখবেন না, সেটাই স্বাভাবিক। এর আগে নিজের ডিপ্রেশন নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। তিনি জানান, সেই সময়টা সারাক্ষণ মনখারাপ থাকত। প্রায় সারাক্ষণই কাঁদতেন তিনি। জীবনের কোনও মানে খুঁজে পাচ্ছিলেন না। এমনকি ডিপ্রেশনের কারণে বাঁচার ইচ্ছেও চলে গিয়েছিল তাঁর। পরে প্রফেশনাল চিকিৎসকের সাহায্য নিয়ে ফের জীবনের দিকে ঘুরতে পেরেছিলেন। এখন তিনি ভাল আছেন। ডিপ্রেশন হলে তা লুকিয়ে না রেখে যে কোনও পরিস্থিতিতে চিকিৎসকের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন, গীতা-হরভজনের মধ্যে ঝগড়া! হঠাৎ কী সমস্যা হল?