‘আমার জঘন্য লাগে’, ঐশ্বর্যর কোন অভ্যাস ঘেন্না করেন অভিষেক?

Abhishek-Aishwarya: তাঁদের ১৬ বছরের দাম্পত্য নাকি ভাঙতে বসেছে। এমনটাই আলোচনা টিনসেল টাউনে। শোনা যাচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কের টালমাটাল অবস্থা। এরই মধ্য়ে প্রকাশ্যে আরও এক নতুন তথ্য। অভিষেককে সটান প্রশ্ন করা হয় ঐশ্বর্যর কোন গুণ তাঁর একদম পছন্দ নয়।

'আমার জঘন্য লাগে', ঐশ্বর্যর কোন অভ্যাস ঘেন্না করেন অভিষেক?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 10:10 PM

তাঁদের ১৬ বছরের দাম্পত্য নাকি ভাঙতে বসেছে। এমনটাই আলোচনা টিনসেল টাউনে। শোনা যাচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কের টালমাটাল অবস্থা। এরই মধ্য়ে প্রকাশ্যে আরও এক নতুন তথ্য। অভিষেককে সটান প্রশ্ন করা হয় ঐশ্বর্যর কোন গুণ তাঁর একদম পছন্দ নয়। তিনি ঘেন্না করেন। তিনিও কোনও কুণ্ঠাবোধ না করে সটান বলে দেন।

অভিনেতা বলেন, “ঐশ্বর্যর এই অভ্যাসটা আমার অসহ্য লাগে।” তিনি আরও যোগ করেন, “ঐশ্বর্য যে ভাবে নিজের সুটকেস গোছায় আমার তা একেবারেই পছন্দ নয়। আমি একেবারেই সহ্য করতে পারি না পুরো বিষয়টা।” পুরো আলোচনাটাই হয়েছিল ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে। যেখানে অতিথি হিসাবে এসেছিলেন অভিষেক এবং তাঁর দিদি শ্বেতা বচ্চন। তখনই মজার ছলে অভিষেক নিজের সংসারের কথা বলেন।

প্রসঙ্গত, শোনা যায় ‘দসভি’ ছবিতে অভিনয় করার সময়ই অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়ান নিমরত। তবে সেই ছবি মুক্তি পাওয়ার বেশ কিছু দিন কেটে গিয়েছে। আচমকা কেন নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়িয়েছে !তা শুনে নাকি খুবই বিরক্ত বচ্চন পরিবার। অন্তত বচ্চন পরিবারের ঘনিষ্ঠর দাবি এমনটাই। সত্যি যদিও এখনও অধরা। এ দিকে আরও একটি তথ্য এসেছে প্রকাশ্যে। শোনা যাচ্ছে,ঐশ্বর্যর সঙ্গে সম্পত্তি নিয়েও বিস্তর ঝামেলা বেঁধেছে বচ্চনদের। মেয়ে শ্বেতা বচ্চনের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্যই নাকি যত ঝামেলার সূত্রপাত হয়েছে।