AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বচ্চন পরিবার থেকে বঞ্চিত হলেও কোটি টাকা কামাই ঐশ্বর্যর, সম্পত্তি কত?

Aishwarya Assets: বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকেন যদি, তবে ঐশ্বর্যের বরাদে থাকবে কত কোটি? ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের মোট সম্পত্তির চারগুন বেশি সম্পত্তি হল জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের। যদি বচ্চন পরিবারের টাকা তিনি না নেন, সেক্ষেত্রে কত কোটি থাকবে ঐশ্বর্যের কাছে?

বচ্চন পরিবার থেকে বঞ্চিত হলেও কোটি টাকা কামাই ঐশ্বর্যর, সম্পত্তি কত?
| Updated on: Apr 03, 2024 | 4:06 PM
Share

বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা তুঙ্গে। আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। দিন দিন নাকি দূরত্ব বাড়ছে তাঁদের। বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চন নাকি থাকছেন না আর বচ্চন পরিবারে। যদিও তাঁরা নাকি এই দূরত্বের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না। সূত্রের খবর সন্তানের মুখ চেয়ে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন নিজেদের সমস্যার কথা সামনে আনতে চাইছেন না। তবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে থাকেন যদি, তবে ঐশ্বর্যের বরাদে থাকবে কত কোটি? ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের মোট সম্পত্তির চারগুন বেশি সম্পত্তি হল জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের। যদি বচ্চন পরিবারের টাকা তিনি না নেন, সেক্ষেত্রে কত কোটি থাকবে ঐশ্বর্যের কাছে?

২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ৭৭৬ কোটি টাকা। ঐশ্বর্য ছবি করে একচা সময় মোটা টাকা আয় করেছেন। ছবির জগত থেকে এখন তিনি বেশ কিছুটা দূরে। তবে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত তিনি। মাঝে মধ্যে বেশ কিছু ইভেন্টেও উপস্থিত হতে দেখা যায় তাঁকে। সেখান থেকেও আয় হয় তাঁর। ঐশ্বর্য রাই বচ্চনের এই পরিমাণ টাকা সঙ্গে থেকে যাবে। সোশ্যাল মিডিয়ায় তিনি ততটা সক্রিয় নন, তাই সোশ্যাল মিডিয়ায় থেকে খুব একটা আয় হয় না তাঁর। পাশাপাশি তাঁদের দুটি গাড়ি রয়েছে নিজের। রয়েছে একটি বড় বাড়িও। সেখানেই এখন থাকছেন ঐশ্বর্য বলে বলিউড সূত্রে খবর। ফলে বচ্চন পরিবারের সম্পত্তি যদি তিনি নাও পান, তবে বেশ মোটা টাকাই রয়েছে তাঁর ঝুলিতে। যা অস্বীকার করার কোনও জায়গাই নেই।

প্রসঙ্গত বারবার বচ্চন পরিবারের যে ছবি সামনে আসতে দেখা গিয়েছে, তা একাধিকবার প্রমাণ করে যে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক বেশ ভালই। সম্প্রতি শোনা গিয়েছে তিনি ননদের মেয়ে নভ্যা নভেলি নন্দার শোয়ে উপস্থিত থাকবেন।