AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুরাটে গিয়ে বিপাকে অমিতাভ! শাহেনশাকে বাঁচাতে হিমশিম খেল পুলিশ

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অমিতাভের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং স্থানীয় পুলিশ বাহিনী তাঁকে ভিড় থেকে বের করে আনতে রীতিমতো হিমশিম খায়। ভক্তদের ধাক্কাধাক্কিতে প্রবীণ এই অভিনেতাকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে দেখা যায়।

সুরাটে গিয়ে বিপাকে অমিতাভ! শাহেনশাকে বাঁচাতে হিমশিম খেল পুলিশ
| Updated on: Jan 10, 2026 | 2:00 PM
Share

বয়স আশির গণ্ডি পেরিয়েছে অনেক আগেই, কিন্তু তাঁর জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তার প্রমাণ মিলল ফের একবার। শুক্রবার পেশাদারী কাজে মুম্বই থেকে গুজরাটের সুরাটে পৌঁছেছিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। কিন্তু সেখানে তাঁকে চোখের দেখা দেখতে ভক্তদের যে উন্মাদনা তৈরি হল, তা একসময় বিপজ্জনক রূপ নেয়। ভিড়ের চাপে কার্যত ‘মবিং’-এর শিকার হতে হল বিগ বিকে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, একটি ভবনের ভেতরে অমিতাভ প্রবেশ করতেই শয়ে শয়ে মানুষ তাঁকে চারপাশ থেকে ঘিরে ধরেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অমিতাভের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং স্থানীয় পুলিশ বাহিনী তাঁকে ভিড় থেকে বের করে আনতে রীতিমতো হিমশিম খায়। ভক্তদের ধাক্কাধাক্কিতে প্রবীণ এই অভিনেতাকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে দেখা যায়।

এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। জনৈক অনুরাগী লিখেছেন, “ওঁর বয়স এখন ৮৩, অন্তত এইটুকু সম্মান দিয়ে তাঁকে একা থাকতে দিন।” অন্য এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “উনি অভিনেতা ঠিকই, কিন্তু মানুষ তো! এভাবে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়া অত্যন্ত লজ্জাজনক।” প্রবীণ অভিনেতাকে দূর থেকে ছবি তোলার বা তাঁকে পর্যাপ্ত জায়গা দেওয়ার আবেদন জানিয়েছেন সাধারণ মানুষ।

মূলত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)-এর তৃতীয় মরশুমের উদ্বোধনে যোগ দিতেই সুরাটে গিয়েছেন অমিতাভ। শুক্রবার লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে এই টেনিস বল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো সূচনা হচ্ছে। অমিতাভ বচ্চন এই লিগের দল ‘মুম্বই টিম’-এর সহ-মালিক। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মাঝি মুম্বই মুখোমুখি হবে ‘শ্রীনগর কে বীর’-এর।

মাসের এই দীর্ঘ ক্রিকেট উৎসব এবং স্ট্রিট-ক্রিকেট সংস্কৃতি উদযাপনের প্রথম দিনেই মালিক হিসেবে দলের পাশে থাকতে পৌঁছেছিলেন বিগ বি। তবে উৎসবের মেজাজ ছাপিয়ে এখন আলোচনায় ভক্তদের এই অনিয়ন্ত্রিত আচরণ এবং বর্ষীয়ান অভিনেতার নিরাপত্তা।