রক্ত সংকটের মুখে পড়তে পারে দেশ, অভিনব উদ্যোগ নিলেন অনিন্দিতা
রক্তদান করলেন অনিন্দিতা। পাশাপাশি যাঁরা শারীরিক ভাবে রক্ত দিতে সক্ষম তাঁদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।
করোনার (covid 19) দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। প্রতিদিন যে হারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাতে এই আশঙ্কা সম্পর্কে একপ্রকার নিশ্চিত চিকিৎসক মহল। সর্বস্তরে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অক্সিজেন সংকট তীব্র হচ্ছে গোটা দেশ জুড়ে। পাশাপাশি রক্ত সংকট তীব্র হওয়ারও আশঙ্কা রয়েছে বিভিন্ন মহলে।
এই পরিস্থিতিতে এগিয়ে এলেন অভিনেত্রী (Actress) অনিন্দিতা রায়চৌধুরি (Anindita Ray chaudhury)। আগামী ১মে থেকে ১৮ বছরের উপরে সকলেই করোনার টিকা নিতে পারবেন। করোনা টিকা নেওয়ার পর বেশ কিছুদিন রক্ত দেওয়া সম্ভব নয়। আবার করোনা আক্রান্ত যাঁরা তাঁরাও সুস্থ না হওয়া পর্যন্ত রক্ত দিতে পারবেন না। এই পরিস্থিতিতে দেশ জুড়ে চরম রক্ত সংকট হতে পারে। সে কারণেই রক্তদান করলেন অনিন্দিতা। পাশাপাশি যাঁরা শারীরিক ভাবে রক্ত দিতে সক্ষম তাঁদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।
View this post on Instagram
নিজের রক্তদানের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করে অনিন্দিতা লিখেছেন, ‘এখনই দান করার আদর্শ সময়। আজ আমার দিন ছিল। আপনাদের সকলকে রক্তদান করতে অনুরোধ করব। কোভিড সারভাইভাররা প্লাজমা দান করুন। গণহারে টিকাকরণ শুরুর আগে এটা করতেই হবে।’
আরও পড়ুন, Oscar 2021: অস্কারের গুডি ব্যাগে কত লক্ষ টাকার কী উপহার থাকে জানেন?
অনিন্দিতা এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে অভিনয় করছেন। লীনা গঙ্গোপাধ্যায়, ভরত কল, শ্রুতি দাস, অনুশ্রী সহ সেখানকার একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। এখন প্রায় সকলেই ভাল আছেন। সব রকম সাবধানতা অবলম্বন করেও আক্রান্ত হচ্ছেন শিল্পীরা। সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে। আর এই পরিস্থিতিতে সমাজের এক অংশের মানুষের কোনও সচেতনতা নেই। এমনটাই মনে করেন অনিন্দিতা। সে কথাও স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। এ বার নিজে অভিনব উদ্যোগে সামিল হলেন। পাশাপাশি সকলকেই এই উদ্যোগে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন।