AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হনিমুনে লাগামহীন প্রেম, অনুপম-প্রশ্মিতার একঝাঁক ছবি সামনে, দেখেছেন?

Anupam Roy: দু'জনেই চুপচাপ। দু'জনেরই ব্যক্তিগত জীবন নিয়ে কোনও আড়ম্বর নেই। বিয়ে নিয়েও তেমন ভাবে মুখ খুলতে দেখা যায়নি সেভাবে। কথা হচ্ছে প্রশ্মিতা পাল ও অনুপম রায়ের।

| Updated on: May 11, 2024 | 9:24 PM
Share
দু'জনেই চুপচাপ। দু'জনেরই ব্যক্তিগত জীবন নিয়ে কোনও আড়ম্বর নেই। বিয়ে নিয়েও তেমন ভাবে মুখ খুলতে দেখা যায়নি সেভাবে। কথা হচ্ছে প্রশ্মিতা পাল ও অনুপম রায়ের।

দু'জনেই চুপচাপ। দু'জনেরই ব্যক্তিগত জীবন নিয়ে কোনও আড়ম্বর নেই। বিয়ে নিয়েও তেমন ভাবে মুখ খুলতে দেখা যায়নি সেভাবে। কথা হচ্ছে প্রশ্মিতা পাল ও অনুপম রায়ের।

1 / 8
সম্প্রতি তুরস্কে ঘুরতে গিয়েছিলেন অনুপম রায়। সঙ্গে ছিলেন স্ত্রী প্রশ্মিতা পালও। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ওঁরা।

সম্প্রতি তুরস্কে ঘুরতে গিয়েছিলেন অনুপম রায়। সঙ্গে ছিলেন স্ত্রী প্রশ্মিতা পালও। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ওঁরা।

2 / 8
তুরস্কের নয়নাভিরাম দৃশ্য দেখে তাজ্জব তাঁদের ভক্তরা। তাঁদের একটাই মন্তব্য, 'এত্ত সুন্দর'।

তুরস্কের নয়নাভিরাম দৃশ্য দেখে তাজ্জব তাঁদের ভক্তরা। তাঁদের একটাই মন্তব্য, 'এত্ত সুন্দর'।

3 / 8
হনিমুন উদযাপন করতে গত বছরের শেষের দিকেই আয়ারল্যান্ডে গিয়েছিলেন পরম ও পিয়া। আর ওঁরা বেছে নিলেন তুরস্ক।

হনিমুন উদযাপন করতে গত বছরের শেষের দিকেই আয়ারল্যান্ডে গিয়েছিলেন পরম ও পিয়া। আর ওঁরা বেছে নিলেন তুরস্ক।

4 / 8
২ মার্চ, এক ফাল্গুনি সন্ধেয় চার হাত এক হয়েছিল অনুপম-প্রশ্মিতা। প্রায় এক বছরের সম্পর্কের পর বিয়ে করেন তাঁরা। যদিও তাঁদের প্রেম টের পায়নি কাকপক্ষীতেও।

২ মার্চ, এক ফাল্গুনি সন্ধেয় চার হাত এক হয়েছিল অনুপম-প্রশ্মিতা। প্রায় এক বছরের সম্পর্কের পর বিয়ে করেন তাঁরা। যদিও তাঁদের প্রেম টের পায়নি কাকপক্ষীতেও।

5 / 8
বিগত এক বছর ধরেই সম্পর্কে ছিলেন দু'জনে। যদিও সেই খবর জানতে দেননি কাউকেই। এর আগে পিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন অনুপম।

বিগত এক বছর ধরেই সম্পর্কে ছিলেন দু'জনে। যদিও সেই খবর জানতে দেননি কাউকেই। এর আগে পিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন অনুপম।

6 / 8
প্রশ্মিতা তাঁর তৃতীয় স্ত্রী। প্রশ্মিতারও আগে বিয়ে হয়েছিল। যদিও বিয়ের কিছু দিনের মধ্যেই বিচ্ছেদ হয় তাঁর।

প্রশ্মিতা তাঁর তৃতীয় স্ত্রী। প্রশ্মিতারও আগে বিয়ে হয়েছিল। যদিও বিয়ের কিছু দিনের মধ্যেই বিচ্ছেদ হয় তাঁর।

7 / 8
এই মুহূর্তে দম ফেলার ফুরসৎ নেই তাঁদের। হাতে রয়েছে নানা কাজ। তবে এর মাঝেই কিছু দিনের ব্রেক। ফিরতেই আবার যে কে সেই ছকবাঁধা রুটিন।

এই মুহূর্তে দম ফেলার ফুরসৎ নেই তাঁদের। হাতে রয়েছে নানা কাজ। তবে এর মাঝেই কিছু দিনের ব্রেক। ফিরতেই আবার যে কে সেই ছকবাঁধা রুটিন।

8 / 8