‘যেটা পছন্দ সেটাই কিনে দেব’, কাকে ফ্ল্যাট অফার করেন বনি?

জানা যায়, পাঁচ ছবিটি আংশিকভাবে ১৯৭৬–৭৭ সালের পুনের এক সিরিয়াল কিলিং-এর সত্য ঘটনা থেকে খানিক নেওয়া গল্প। ছবিতে হিংসা, গালাগালি ও মাদক ব্যবহারের ছবি তুলে ধরায় সেন্সর বোর্ড থেকে আপত্তি জানানো হয়। যদিও ছবিটি কখনও মুক্তি পায়নি, পরে ইন্টারনেটে তা কাল্ট মর্যাদা অর্জন পায়।

যেটা পছন্দ সেটাই কিনে দেব, কাকে ফ্ল্যাট অফার করেন বনি?

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 09, 2025 | 4:23 PM

পরিচালক অনুরাগ কাশ্যপ। গ্যাংস অফ ওয়াসেপুর, ব্ল্যাক ফ্রাইডে–র মতো ক্লাসিক ছবি বানিয়ে তিনি বলিউডে নিজের জায়গা পাকা করেছেন। কিন্তু খুব কম মানুষই জানেন, তাঁর পরিচালিত প্রথম ছবি পাঁচ (২০০৩) আজও মুক্তিই পায়নি। সেন্সর বোর্ডের আপত্তির কারণে থিয়েটারে দেখানো হয়নি সেই ছবি। এর বহু আগে অনুরাগ নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন রাম গোপাল ভর্মার সত্যা (১৯৯৮)-র সহলেখক হিসেবে, যা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

সম্প্রতি গেম চেঞ্জার্স অনুষ্ঠানে কথোপকথনে অনুরাগ এক বিস্ময়কর ঘটনা শেয়ার করেন। তিনি জানান, সত্যা-র পর প্রযোজক বনি কাপুর তাঁর কাজ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, একসময় তাঁকে প্রস্তাব দেন, “তুমি একটা ছবি বানাও। বান্দ্রা থেকে জুহু—যে বিল্ডিংটা পছন্দ হয় দেখিয়ে দাও, আমি তোমার জন্য ফ্ল্যাট কিনে দেব!” হাসতে হাসতে অনুরাগ বলেন, “ভাবলাম, যদি ছবি মুক্তির আগেই ফ্ল্যাট অফার করে, তাহলে মুক্তির পর হয়তো বাংলো পাব!”

সেই সময়ের কথা মনে করে অনুরাগ বলেন, “আজও মনে হয়, যদি পাঁচ মুক্তি পেত, আমি হয়তো একেবারে অন্য মানুষ হতাম। নতুন মুখ নিয়ে বানিয়েছিলাম ছবিটা, প্রমাণ করতে চেয়েছিলাম—তারকা নয়, গল্পই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্ল্যাক ফ্রাইডে বা ওয়াসেপুর-এর পরেও সেই কথাটা পুরোপুরি প্রমাণ করতে পারিনি। শেষে চেষ্টা করাই ছেড়ে দিয়েছিলাম।”

জানা যায়, পাঁচ ছবিটি আংশিকভাবে ১৯৭৬–৭৭ সালের পুনের এক সিরিয়াল কিলিং-এর সত্য ঘটনা থেকে খানিক নেওয়া গল্প। ছবিতে হিংসা, গালাগালি ও মাদক ব্যবহারের ছবি তুলে ধরায় সেন্সর বোর্ড থেকে আপত্তি জানানো হয়। যদিও ছবিটি কখনও মুক্তি পায়নি, পরে ইন্টারনেটে তা কাল্ট মর্যাদা অর্জন পায়। তবে অনুরাগ কাশ্যপের নাম আজও সাহসী গল্প বলিয়ে হিসেবে প্রতিষ্ঠিত, যিনি কখনও বলিউডের নিয়ম মানেননি।