মুম্বইয়ে ফিরলেন আয়ুষ্মান, জল্পনা বড় প্রোজেক্ট সাইন করবেন তিনি
খবর প্যান্ডেমিকের সময় বেশ কিছু দারুণ সব প্রোজেক্টের বিষয় আয়ুষ্মানের আগ্রহ জন্মেছে। মনে হচ্ছে, বেশ বড় কোনও প্রোজেক্টের সঙ্গে জড়িয়েছেন অভিনেতা।
প্রায় ছ’মাস পর বলিউড স্টার আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) মুম্বইয়ে ফিরলেন। শোনা যাচ্ছে, বড় কোনও প্রোজেক্টে সাইন করতে ফিরেছেন শহরে। গত জুন মাসের শেষ থেকে তিনি চণ্ডিগড়ে সময় কাটাচ্ছিলেন। খবর প্যান্ডেমিকের সময় বেশ কিছু দারুণ সব প্রোজেক্টের বিষয় আয়ুষ্মানের আগ্রহ জন্মেছে। মনে হচ্ছে, বেশ বড় কোনও প্রোজেক্টের সঙ্গে জড়িয়েছেন অভিনেতা।
আরও পড়ুন শাহিদের ‘কবির’ কোস্টার হলেন ন্যুড ফোটোশুট, দেখালেন বডি পজিটিভিটি
সূত্রের খবর, “একটা ভাল গল্পের খোঁজে ছিলেন আয়ুষ্মান। এবং এই প্রোজেক্টর স্ক্রিপ্ট বেশ জোরদার। এবং তা শুনে একেবারে ক্লিন বোল্ড হয়ে গেছেন আয়ুষ্মান। ইন্ডাস্ট্রির এক নামজাদা পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান। ফিল্ম সংক্রান্ত যাবতীয় খবর আপাতত গোপন রাখা হচ্ছে, তবে তা বেশিদিন থাকবে না, কারণ আয়ুষ্মান নিজেই চাইছেন তা খোলসা করতে।”
View this post on Instagram
আয়ুষ্মান অবশ্য নিজে অল্প বিস্তর প্রকাশ্যে তাঁর আসন্ন প্রোজেক্ট নিয়ে কথা বলেছেন, তিনি বলেন, “আমার অভিনীত তিনটে ছবি রিলিজ করছে ২০২১-এ। আমার উদ্দেশ্য দর্শক যেন সিনেমাহলে যেন ফেরত আসেন।” দু’টো ছবির কথা যা শোনা যাচ্ছে তা হল ‘চণ্ডিগড় করে আশিকি’ এবং ‘জক্টর জি’। কিন্তু তৃতীয় ছবির নাম এখনও উঠে আসেনি। আশা করা যায় কিছুদিনেই জানা যাবে ছবির নাম।
View this post on Instagram
সংবাদমাধ্যমে আয়ুষ্মান জানান, “আশা করি, আমার ফিল্ম দেশের মানুষকে আনন্দ দিতে পারবে। আমি দর্শকদের সেরা কিছু কনটেন্ট দিতে চাই।”