AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রাক্তন প্রেমিক বাইকে মেয়ে নিয়ে ঘুরছে! দুঃখে বিয়েই করে নেন সঙ্ঘশ্রী

Sanghasri Sinha: ব্যস, যেই ভাবা সেই। হুট করেই বিয়েটা করে নিয়েছিলেন তিনি। যদিও বিয়ের আগের দিনও নাকি বিয়ে থেকে পালানোর উপায় খুঁজছিলেন তিনি।

প্রাক্তন প্রেমিক বাইকে মেয়ে নিয়ে ঘুরছে! দুঃখে বিয়েই করে নেন সঙ্ঘশ্রী
দুঃখে বিয়েই করে নেন সঙ্ঘশ্রী
| Updated on: Jan 28, 2024 | 9:53 PM
Share

সঙ্ঘশ্রী সিনহা, টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। প্রেমজীবন নিয়ে অকপট সঙ্ঘশ্রী। এর আগে প্রাক্তন প্রেমিকের হাতে নির্যাতনের স্বীকার হওয়া নিয়ে মুখ খুলেছিলেন। এবার বর রোহন মিত্রকে পাশে নিয়ে বললেন প্রাক্তনের ছেড়ে যাওয়ার দুঃখের কথা। অপরাজিতা আঢ্য সঞ্চালিত শো ‘ঘরে ঘরে জি বাংলা’র এক এপিসোডে সঙ্ঘশ্রী জানান কীভাবে রোহনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।

তাঁর কথায়, “আমার প্রেমিক আমাকে ঠকিয়ে আমার সামনে দিয়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দুঃখ আমি সহ্য করতে পারছিলাম না। আমার বাড়ির সামনে দিয়ে ওড়না উড়িয়ে যাচ্ছে… আমি ঠিক করলাম ওকে দেখিয়ে দেব বিয়ে করতে পারি কি না!”

ব্যস, যেই ভাবা সেই। হুট করেই বিয়েটা করে নিয়েছিলেন তিনি। যদিও বিয়ের আগের দিনও নাকি বিয়ে থেকে পালানোর উপায় খুঁজছিলেন তিনি। তবে ভাগ্য করে বর পেয়েছেন সঙ্ঘশ্রী। বিয়ের পর দিনই যেই না সঙ্ঘশ্রী বাড়ি যেতে চেয়েছেন ওমনি তাঁর সাফ উত্তর, “এত আয়োজন হয়ে গেছে। বউভাতটা হলে চলে যাবে।” না, এখনও যেতে পারেননি সঙ্ঘশ্রী। যে মায়ায় আটকে পড়েছেন বরের সঙ্গে, আরও সাতজন্ম এভাবেই হেসে খেলে কাটাতে চান এই অভিনেত্রী।