মা-বাবার ডিভোর্স,পাড়ার মোড়ে সবজি বিক্রি করতেন নায়ক! ‘আনন্দী’র নায়কের জীবন যেন ছবির চিত্রনাট্য

তিনি এখন 'আনন্দী' সিরিয়ালের ড:আদিদেব লাহিড়ি। তাঁর ঝুলিতে একগুচ্ছ হিট সিরিয়াল। 'আমাদের এই পথ যদি না শেষ হয়' সিরিয়ালেও তাঁর অভিনয় দর্শকের বেশ মনে ধরেছিল। তিনি হলেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। সদ্য মনের মানুষের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন কাউকে না জানিয়েই। যদিও তিনি ছোটপর্দার সফল অভিনেতা।

মা-বাবার ডিভোর্স,পাড়ার মোড়ে সবজি বিক্রি করতেন নায়ক! 'আনন্দী'র নায়কের জীবন যেন ছবির চিত্রনাট্য
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2024 | 12:45 PM

তিনি এখন ‘আনন্দী’ সিরিয়ালের ড:আদিদেব লাহিড়ি। তাঁর ঝুলিতে একগুচ্ছ হিট সিরিয়াল। ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালেও তাঁর অভিনয় দর্শকের বেশ মনে ধরেছিল। তিনি হলেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। সদ্য মনের মানুষের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন কাউকে না জানিয়েই। যদিও তিনি ছোটপর্দার সফল অভিনেতা।

কিন্তু তাঁর জীবন খুব একটা মসৃণ ছিল না। অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে বড় হতে হয়েছে তাঁকে। বেশ অনেক দিন আগে ‘দাদাগিরি’তে খেলতে এসে সে কথা নিজেই বলেন অভিনেতা। অনেক ছোটবেলায় মা-বাবা আলাদা হয়ে যান তাঁর। তারপরেই ঋত্বিকের জীবন মোড় নেয় অন্য দিকে। সে কথাই শোনান অভিনেতা। যা শুনে রীতিমতো অবাক হয়ে যান স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

ঋত্বিক বলেন কী ভাবে অভিনেতা হয়ে উঠলেন তিনি? ছোটবেলা থেকেই তাঁর অভিনয়ের প্রতি টান। নায়কের কথায়, “আমি তখন ক্লাস ফোর। মা-বাবা আলাদা হয়ে যায়। আমি মায়ের সঙ্গে থাকতে শুরু করি। সেই থেকে মা আমায় আঁকড়েই থেকেছে। খুব কষ্ট করে আমায় বড় করেছেন। তবে ছোট থেকেই অভিনয়ের প্রতি টান আমার। তাই এক বছর চাকরি করতাম। যে টাকাটা জমত। সেই টাকা দিয়ে আবার থিয়েটার করতাম। তবে কোভিডের সময় তখন খুবই একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। পাড়ার মোড়ে দাঁড়িয়ে সে সময় সবজিও বিক্রি করেছি।” নায়কের জীবন যেন সত্যিই সিনেমার চিত্রনাট্য। ঋত্বিকের জীবন কাহিনি শুনলে তাই অবাক হয়ে যান অনেকেই।