Gossip: বিপাশাকে চুম্বনের আগেই এই কাজ করে বসেন মাধবন, আর তাতেই বিপত্তি

বিপাশা বসুর সঙ্গে ছিল চুম্বনের দৃশ্যের শুট। তিনি নাকি বেমালুম ভুলেই গিয়েছিলেন। এদিকে বিপাশা মোটেও চাননি মাধবনের সঙ্গে এই দৃশ্য করতে। কারণ মাধবনের স্ত্রী তাঁর ভীষণ কাছের বন্ধু। তাই অস্বস্তি কাজ করছিল। যদিও পরিচালক তাঁকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলেছিলেন। তবে শুট করে বিপাশা নিজের রুমে ছুটে চলে যান।

Gossip: বিপাশাকে চুম্বনের আগেই এই কাজ করে বসেন মাধবন, আর তাতেই বিপত্তি

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 04, 2025 | 2:41 PM

আর মাধবন, বরাবরই নিজের অভিনয়গুণে দর্শকদের প্রশংসার কেন্দ্রে থেকেছেন। বলিউডকে একাধিক ভাল প্রজেক্ট উপহার দিয়েছেন তিনি। আর মাধবন মানেই ভাল ছবি, ভাল অভিনয়। সেই অভিনেতার থেকে এ কেমন অভিজ্ঞতার পেয়েছিলেন বিপাশা বসু? শুনলে অবাক হবেন। আর মাধবন, বলিউডের অন্যতম অভিনেতা, যাঁর সঙ্গে বিপাশা বসু জুটি বেঁধেছিলেন ২০১২ সালে। ছবির নাম ‘জোরি ব্রেকার’। এই ছবির শুটেই ঘটেছিল ভয়ানক ঘটনা। হঠাৎ কী হয়েছিল বিপাশার? এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন অন্দরমহলের কাহিনি। মাধবান খেতে ভীষণ পছন্দ করেন।

মাঝে মধ্যেই তাঁকে নানান পদের খাবার খেতে দেখা যায়। সেই কারণেই বেড়েছিল তাঁর শরীরের ওজন। মাধবন এই ছবির শুটের জন্য বাইরে ছিলেন ১২ থেকে ১৩ দিন। সেখানেই পঞ্জাবের একটি টিম ছিল। যাঁরা রোজ শুটিং দেখতে আসতে। সেখানেই তাঁরা নানা রকমের পদ সঙ্গে আনতেন, যা খেতে চলে যেতেন মাধবন। আর তাতেই ঘটে বিপত্তি।

বিপাশা বসুর সঙ্গে ছিল চুম্বনের দৃশ্যের শুট। তিনি নাকি বেমালুম ভুলেই গিয়েছিলেন। এদিকে বিপাশা মোটেও চাননি মাধবনের সঙ্গে এই দৃশ্য করতে। কারণ মাধবনের স্ত্রী তাঁর ভীষণ কাছের বন্ধু। তাই অস্বস্তি কাজ করছিল। যদিও পরিচালক তাঁকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলেছিলেন। তবে শুট করে বিপাশা নিজের রুমে ছুটে চলে যান। তাঁর গা গুলিয়ে উঠেছিল বলেই জানান নায়িকা। আর বেরতে পারেননি অনেকটা সময়। পড়ে জানা যায়, পিঁয়াজের গন্ধে তাঁর শরীর খারাপ করছিল। এক সাক্ষাৎকারে নিজেই এই মন্তব্য করেছিলেন তিনি। যা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। যদিও মাধবন খুব ভাল বন্ধু বিপাশার। বহুদিন ধরেই তাঁরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এখনও যে সম্পর্ক অটুট।