‘রাতে দেখা করতে হবে’,নায়কদের ‘অশ্লীল’ দাবি না মানার মাশুলই দিতে হচ্ছে মল্লিকাকে?

Mallika Sherawat: এক কালে প্রায় প্রতি দিন কোনও না কোনও কারণের জন্য শিরোনামে দেখা যেন মল্লিকা শেরাওয়াতের নাম। এমনকি নায়িকার অভিনীত বিভিন্ন সাহসী দৃশ্য দর্শকের স্মৃতিতে এখনও টাটকা। ইমরান হাশমির সঙ্গে মল্লিকার উষ্ণ সমীকরণ সে কালে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিল। যদিও এখন আর সে ভাবে বড় পর্দায় দেখা যায় না তাঁকে। সম্প্রতি ছড়িয়ে পড়েছে তাঁর একটি ভিডিয়ো ক্লিপ।

'রাতে দেখা করতে হবে',নায়কদের 'অশ্লীল' দাবি না মানার মাশুলই দিতে হচ্ছে মল্লিকাকে?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 2:33 PM

এক কালে প্রায় প্রতি দিন কোনও না কোনও কারণের জন্য শিরোনামে দেখা যেন মল্লিকা শেরাওয়াতের নাম। এমনকি নায়িকার অভিনীত বিভিন্ন সাহসী দৃশ্য দর্শকের স্মৃতিতে এখনও টাটকা। ইমরান হাশমির সঙ্গে মল্লিকার উষ্ণ সমীকরণ সে কালে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিল। যদিও এখন আর সে ভাবে বড় পর্দায় দেখা যায় না তাঁকে।

সম্প্রতি ছড়িয়ে পড়েছে তাঁর একটি ভিডিয়ো ক্লিপ। যেখানেই শোনা যাচ্ছে , ঠিক কী কারণে নায়িকার হাতে তেমন কোনও কাজ নেই । এমন কী কাজ না করতে পারার জন্য তাঁর কেরিয়ার নিম্নগামী। তবে এখন তাঁকে বড় পর্দায় দেখা না গেলেও ইনস্টাগ্রামের পাতায় তিনি বেশ সক্রিয়। মাঝে মাঝেই নানা ধরনের রিল ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। কিন্তু তাঁর ঝুলিতে কাজ নেই বললেই চলে। সম্প্রতি ভাইরাল হয়েছে ইকোনমিক টাইমস-কে দেওয়া নায়িকার একটি সাক্ষাত্‍কার। যেখানে অভিনেত্রীর মন্তব্য শুনে রীতিমতো চমকে গিয়েছেন সবাই।

মল্লিকাকে প্রশ্ন করা হয় যে কেন এখন আর দেখা যায় না তাঁকে বড় পর্দায়। চাঁচাছোলা ভাষায় মল্লিকার উত্তর, “অনেক হিরোরাই রাতে দেখা করার জন্য বলতেন। আমি প্রশ্ন করতাম কেন আমি রাতে দেখা করতে যাব? আমায় এমনটাও শুনতে হয়েছে যেহেতু সিনেমায় আমি অনেক বোল্ড দৃশ্যে অভিনয় করেছি। সেখানে রাতে দেখা করতে আমার কী অসুবিধা!আমার হাত থেকে কাজ চলে গিয়েছে কারণ বড় বড় নায়কদের সঙ্গে আপোস করতে রাজি হইনি। আমি এমনটা নই। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করেছি বলে নায়কদের এই ভাবনা চিন্তা আমি কখনও মেনে নিতে পারিনি।” বর্তমানে দেশে থাকেন না মল্লিকা। লস এঞ্জেলসে নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন নায়িকা।