‘বাবা গুলি করে খুন করেছে!’ বলিউড নায়িকাকে নিয়ে বিস্ফোরক জল্পনা
জানা যায়, গোটা দেশে মন্দাকিনীকে নিয়ে নানা চর্চা হলেও, অভিনেত্রীর মা-বাবা কিন্তু ভাল চোখে নেননি তাঁর সিনেমায় অভিনয়। বিশেষ করে 'রাম তেরি গঙ্গা ময়েলি' ছবিতে মেয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায়, মন্দাকিনীর বাবা নাকি মেয়ের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলেন। তবে এরপরই মন্দাকিনীকে নিয়ে এমন এক খবর রটেছিল, যা শুনে কেঁপে উঠেছিল গোটা ইন্ডাস্ট্রি।

গোটা শুটিং ফ্লোর থমথমে। চারিদিকে শূন্যতা। কেউ কিছু বুঝে উঠতে পারছেন না। এই তো গতদিন শুটিং সেরে বাড়ি ফিরলেন আর আজকে এই খবর! শুটিং ইউনিটের কেউ ভাবতেই পারছেন না, এবারটি ঠিক কী করা উচিত। এভাবে নায়িকার মৃত্য়ু!
সময়টা আটের দশক। ততদিন ‘রাম তেরি গঙ্গা ময়েলি’ ছবির কল্যাণে গোটা দেশ-দুনিয়া সুন্দরী মন্দাকিনীকে চিনে ফেলেছে। গোটা বলিউডে তখন মন্দিকিনীকে নিয়ে চরম চর্চা। জানা যায়, গোটা দেশে মন্দাকিনীকে নিয়ে নানা চর্চা হলেও, অভিনেত্রীর মা-বাবা কিন্তু ভাল চোখে নেননি তাঁর সিনেমায় অভিনয়। বিশেষ করে ‘রাম তেরি গঙ্গা ময়েলি’ ছবিতে মেয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায়, মন্দাকিনীর বাবা নাকি মেয়ের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলেন। তবে এরপরই মন্দাকিনীকে নিয়ে এমন এক খবর রটেছিল, যা শুনে কেঁপে উঠেছিল গোটা ইন্ডাস্ট্রি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দাকিনী কেরিয়ার প্রথম দিকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মুখ খুললেন। আর সেই সাক্ষাৎকারেই সামনে আনলেন পুরনো এই বিস্ফোরক রটনার কথা।

কী রটেছিল?
মন্দাকিনী বলেন, সেই সময় তো সোশাল মিডিয়া ছিল না। মিডিয়ার এত রমরমাও ছিল না। খবর রটত মূলত মানুষের মুখে মুখেই। তখন আমি মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবিতে অভিনয় করছি। বেশ কয়েকদিন ধরেই শুটিং চলছিল মুম্বইয়ের একটি স্টুডিওতে। একদিন শুটিংয়ে আসতে আমার দেরি হয়। হঠাৎ ফ্লোরে পা রাখতেই দেখি, আমার দিকে গোটা ইউনিট অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি আমার মেকআপ আর্টিস্টকে জিজ্ঞাসা করি, কী হয়েছে, সবাই কেন তাকিয়ে রয়েছে আমার দিকে। মেকআপ আর্টিস্ট তো বোমা ফাটান। উনি আমাকে বলেন, আসলে ইন্ডাস্ট্রিতে রটে গিয়েছে, আপনি নাকি মারা গিয়েছেন। আপনার বাবাই নাকি আপনাকে গুলি করে মেরে ফেলেছেন! মেকআপ আর্টিস্টের কথা শুনে আমি তো হতবাক। বুঝতেই পারিনি এমন কেন রটল। সেলেবদের নিয়ে ভুয়ো খবর এখনও যেমন রটে, আগেও তেমন রটত। তবে সোশাল মিডিয়া না থাকায় তা দেরিতে ছড়াতো।
