Akshay Kumar Birthday: জন্মদিনে সকাল-সকাল মহাকালেশ্বর মন্দিরে অক্ষয়, বন্ধুকে নিয়ে কী লিখলেন অজয়?
Viral Video: সকাল-সকাল ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় এই ছবি থেকে ভিডিয়ো, বর্তমানে তিনি রয়েছেন উজ্জয়িনীতে। সেখানেই মহাকালেশ্বর মন্দির পুজো দিতে দেখা যায় তাঁকে।

অক্ষয় কুমারের জন্মদিন বলে কথা। মধ্যরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। তারকা মহল থেকে ভক্ত, সকলেই যে যার মত করে প্রিয় অভিনেতাকে বিশেষ দিনে অভিনন্দন জানাচ্ছেন। তালিকা থেকে বাদ পড়লেন না অক্ষয় কুমারের বন্ধু অজয় দেবগন। মজা করে একটি পোষ্ট করলেন অক্ষয়কে নিয়ে। লিখলেন, হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়া হোক কিংবা কয়লা খনির ভেতর থেকে উদ্ধার করা কোনও প্রয়োজনে যোগাযোগ করুন অক্ষয় কুমারের সঙ্গে। পরবর্তীতে বন্ধুকে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন অজয় দেবগন। জানালেন, তাঁর আগামী প্রতিটা মিশনই যেন সফল হয়। তবে প্রিয় তারকা জন্মদিনে যখন নেটমহলে উত্তেজনা তুঙ্গে, সেই মুহূর্তে অক্ষয় কুমার কোথায় সেলিব্রেট করছেন তাঁর জন্মদিন।
সকাল সকাল ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় এই ছবি থেকে ভিডিয়ো, বর্তমানে তিনি রয়েছেন উজ্জয়িনীতে। সেখানেই মহাকালেশ্বর মন্দির পুজো দিতে দেখা যায় তাঁকে। পাশে বসে ছেলে আরভ কুমার। অক্ষয় কুমার বরাবরই শিব ভক্ত, তাই এই বিশেষ দিনেও ঈশ্বরের দরবারে পৌঁছে গেলেন অভিনেতা। অতীতে একের পর এক ছবি ফ্লপ গিয়েছে, তাই আগামীতে ছবির মোড় ঘোরাতেই এখন মরিয়া অভিনেতা কেবলই মন দিয়েছেন কাজে। তাই নিজে জীবনের বিশেষ দিনে ভগবানের দরজায় প্রার্থনা করতেই পৌঁছে গেলেন স্টার বলেই অনুমান নেট দুনিয়ার একাংশের। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর মিশন রানিগঞ্জ ছবির পোস্টার, মধ্যেই ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে নাম লিখিয়ে ফেলেছে। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি অক্ষয় কুমারকে। এখন দেখার এই ছবির হাত ধরে ভাগ্য ফেরে কি না বলিউড সুপারস্টার অক্ষয়ের। ঝড়ের গতিতে ভাইরাল এই পোস্ট। অক্ষয় কুমারকে দেখা মাত্রই অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গেই প্রার্থনায় সামিল হলেন। মহাকালের উদ্দেশে প্রণাম জানালেন ভক্তরাও।
View this post on Instagram





