Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের আগেই হানিমুন? ছবি ফাঁস হতেই ট্রোলের শিকার আদিত্য-অনন্যা

Ananya-Aditya: একাধিকবার তা হাতে গরম প্রমান দিয়েছেন এই জুটি নিজেরাই। বহু জায়গায় তাঁদের এক সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে। কখনও ব়্যাম্পে কখনও আবার কোনও ইভেন্টে, পার্টিতে, একসঙ্গে উপস্থিত হয়ে থাকেন এই জুটি।

বিয়ের আগেই হানিমুন? ছবি ফাঁস হতেই ট্রোলের শিকার আদিত্য-অনন্যা
Follow Us:
| Updated on: Dec 30, 2023 | 8:15 AM

আদিত্য নয় কাপুড় ও অনন্যা পাণ্ডে একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন, এমনই খবর বেশ কিছুদিন ধরে বলিউডের অন্দরমহলে ঘুরে বেড়াচ্ছে। তবে এই সম্পর্কের খবর কেবলই জল্পনা কিংবা রটনা নয়, একাধিকবার তা হাতে গরম প্রমান দিয়েছেন এই জুটি নিজেরাই। বহু জায়গায় তাঁদের এক সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে। কখনও ব়্যাম্পে কখনও আবার কোনও ইভেন্টে, পার্টিতে, একসঙ্গে উপস্থিত হয়ে থাকেন এই জুটি। তবে মেয়ের সম্পর্ক নিয়ে বিন্দুমাত্র মুখ খোলেননি চাঙ্কি পাণ্ডে। যদিও অনন্যা যে সত্যিই একপ্রকার ছুটিয়ে প্রেম করছে সে সত্যি জানতে কারও বাকি রইল না। কারণ একাধিকবার দেখা গিয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনন্যাকে অস্বস্তিতে পড়তে হয়েছে। সবটা জানা-জানি হলেও তিনি প্রকাশ্যে কিছু বলতে ইচ্ছুক নন, তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন।

তবে তালিকা থেকে কিছুই বাদ থাকছে না এই জুটির। এবার তাঁরা নতুন বছর সেলিব্রেশনে বেরিয়ে পড়লেন একসঙ্গে। অনেকেই এই সময়টা দেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি দিচ্ছেন। অনেকেই একসঙ্গে ছুটি কাটাতে নতুন নতুন ডেস্টিনেশনের উদ্দেশে যাচ্ছেন, সেই তালিকায় নাম লেখালেন তাঁরাও। আর বিমান বন্দরের পথে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলের নজরের কেন্দ্রে তা জায়গা করে নিল। একশ্রেণি কটাক্ষ করতেও পিছপা হলেন না। কেউ বললেন, বিয়ের আগেই হানিমুনস কেউ আবার প্রশ্ন তুললেন বিয়ে না করেই একসঙ্গে থাকছেন?

যদিও সেলেবদের কাছে তা ট্রোলিং নিত্যদিনের ব্যপার। প্রসঙ্গত, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডেকে বলতে শোনা যায়, তাঁর যা বয়স, তিনি এখন কেবলই কেরিয়ারে ফোকাস করতে চান। বিয়ে নিয়ে ভাবার মতো বয়সে তিনি পৌঁছেননি। অন্যদিকে আদিত্য রায় কাপুর এই সম্পর্ক প্রসঙ্গে মুখে এঁটেছেন কুলুপ।