Tiger Shroff: ‘দয়া করে বাঘি ৪ করবেন না’, টাইগারকে খোলা চিঠি ভক্তের
Gossip: টাইগার যেন কোনওভাবেই আর 'বাঘি ৪' ছবি না করেন। এই ছবি করতে তিনি আবারও ফ্লপ ছবি করতে চলেছেন। তিনি আরও একবার ভুল করতে চলেছেন বলেই জানান ভক্তরা।
টাইগার শ্রফ, বাঘি ছবি দিয়ে যিনি দর্শক মনে ঝড় তুলেছিলেন, সেই অভিনেতাকে নিয়েই এবার বেজায় চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। টাইগার শ্রফের ছবি হিরোপান্থি ফ্লপ হওয়ার পর থেকেই ভাবনায় অনেকে। ওয়ার ছবির মধ্যে দিয়ে যেভাবে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন, সেই একইভাবে তিনি ফিরে আসুক, ঝড় তুলুক বক্স অফিসে, এটাই কাম্য টাইগার ভক্তদের। এবার প্রিয় অভিনেতার উদ্দেশে খুশি নামক এক ব্যক্তি খোলা চিঠি লিখলেন টাইগার শ্রফকে। যেখানে তিনি বারবার মানা করলেন টাইগারকে তিনি যেন কোনওভাবেই আর বাঘি ৪ ছবি না করেন। এই ছবি করতে তিনি আবারও ফ্লপ ছবি করতে চলেছেন। তিনি আরও একবার ভুল করতে চলেছেন বলেই জানান ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় মেয়েটি লিখলেন, ”এটা খুব দুঃখের। আমি বলব এটা আপনার বোকামো। আপনি আপনা হারানো সম্মান জনপ্রিয়তা ফিরে পাবেন গণপতী ও বড়ে মিঞা ছোটে মিঞা ছবির মধ্যে দিয়েই। তারপর আপনি করবেন বাঘি ৪, যা আপনাকে আবারও নিচে নামিয়ে দেবে। হিরোপন্থি ২ ছবির সময় আপনার ভক্তদের আশা ছিল তুঙ্গে। কিন্তু ছবির ট্রেলার দেখার পর নিরাশ হতে হয়। আর ছবি দেখে আরও খারাপ লাগে। আপনি আবারও সেই একই ভুল করতে চলেছেন। এরপর আপনি গণপতী ও বড়ে মিঞা ছোটে মিঞা ছবি সাইন করেন, দারুণ দারুণ পরিচালকদের সঙ্গে। আমরা ভীষণ খুশি হয়েছি, আপনার কামব্যাক এতটা দাপটের সঙ্গে হচ্ছে। এরপর আপনি হিন্ট দিলেন বাঘি ৪ ছবির। তারপরই আমাদের মন ভাঙল।”
এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন টাইগার। তিনি ভক্তকে নিরাশ না করেই সাফ জানিয়ে দিলেন, ”হ্যালো খুশি। তোমার এই উপদেশ ও উদ্বেগের জন্য ধন্যবাদ। চিন্তা কর না, আমি আবার তোমাদের দর্বিত করব। আমি সবটা মাথায় রাখব।”