‘তুফান’-এর আগে চোখ কপালে তুলে দেওয়ার মতো প্রস্তুতি ফারহানের

ভিডিয়ো পোস্ট করার দু’ঘণ্টার মধ্যে এক লাখ পেরিয়ে গিয়েছে ভিউজ।

'তুফান'-এর আগে চোখ কপালে তুলে দেওয়ার মতো প্রস্তুতি ফারহানের
ফারহান।
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 1:16 PM

আসন্ন ছবি ‘তুফান’-এ একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন তিনি। সে কারণে তুমুল প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেতাকে। তার প্রমাণ মিলল সম্প্রতি পোস্ট করা ভিডিয়োতে। বলিউড অভিনেতা ফারহান আখতার তাঁর পায়ের ওয়ার্কআউটের ভিডিয়ো পোস্ট করলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। পায়ে হেভিওয়েট চাপিয়ে পুশ এবং পুল করছেন ফারহান। পরনে ব্ল্যাক টিশার্ট, ব্ল্যাক তাতে কমলা হালকা ছাপের জগার প্যান্ট। পায়ের মাসল তৈরির ক্ষেত্রে যে এ ব্যায়াম কতটা কার্যকরী হয়েছে তা ‘তুফান’-এর ট্রেলার দেখে বোঝা যায়।

আরও পড়ুন মনোয়ন তালিকা: ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস

ভিডিয়ো পোস্ট করে ফারহান লেখেন, ‘গাছ শক্তিশালী থাকে তখনই যখন তার শিকড় ঝড় প্রতিরোধ করতে পারে, ঠিক তেমন কোনও বক্সার দুর্বল পায়ে লড়াই করতে পারেনি।’

ভিডিয়ো পোস্ট করার দু’ঘণ্টার মধ্যে এক লাখ পেরিয়ে গিয়েছে ভিউজ। রাকেশ ওমপ্রকাশ পরিচালিত ছবি ‘তুফান’-এ ফারহান ছাড়াও অভিনয় করছেন পরেশ রাওয়াল, সুপ্রিয়া পাঠক কাপুর, হুসেন দালাল, মোহন আগাশে, দর্শন কুমার।

গত বছর অক্টোবর মাসে ঠিক ছিল হবে ফিল্ম রিলিজ, তবে প্যান্ডেমিকের কারণে পিছিয়ে যায় ছবি। ফারহান একজন জাতীয় স্তরের বক্সিং প্লেয়ারের চরিত্রে অভিনয় করছেন। ফারহানকে শেষ দেখা গিয়েছিল, ‘স্কাই ইজ পিঙ্ক’-এ। ফিল্মে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং জাইরা ওয়াসিম।