মনোয়ন তালিকা: ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস
‘দিল বেচারা’ ছবির জন্য মনোনীত হয়েছেন প্রয়াত সুশান্ত এবং ‘আংরেজি মিডিয়াম’-এর জন্য নমিনেশন তালিকায় রয়েছেন প্রয়াত ইরফান খান।
করোনার কারণে বিনোদন দুনিয়াও হয়েছে আক্রান্ত। তবে অতিমারীকে সঙ্গে নিয়ে এগতে হবে তাও বুঝে নিচ্ছে মানুষ। বহু পুরস্কার বিতরণীর অনুষ্ঠান বাতিল হয়ে গিয়েছিল গত বছর। আবার অস্কারের মতো আন্তর্জাতিক পুরস্কারের ঘোষণা শুরু হল নতুন উদ্যমে। বলিউডের অন্যতম ঐতিহ্যশালী পুরস্কার ফিল্মফেয়ার। ‘ব্ল্যাক লেডি’ কার হাতে উঠবেন সেটা জানতে আর দিন কয়েকের অপেক্ষা, তবে ফিল্মফেয়ারের নমিনেশন তালিকায় সেরা অভিনেতার দৌড়ে জায়গা করে নিয়েছেন প্রয়াত দুই তারকা সুশান্ত সিং রাজপুত এবং ইরফান খান। ‘দিল বেচারা’ ছবির জন্য মনোনীত হয়েছেন প্রয়াত সুশান্ত এবং ‘আংরেজি মিডিয়াম’-এর জন্য নমিনেশন তালিকায় রয়েছেন প্রয়াত ইরফান খান। দেখে নেওয়া যাক ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এর প্রধান চার বিভাগের মনোনয়ন তালিকা।
আরও পড়ুন ভ্যাকসিন নেওয়ার পর কোভিডে আক্রান্ত পরেশ রাওয়াল
সেরা ছবি
গুলাবো সিতাবো
গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল
লুডো
তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র
থপ্পড়
সেরা পরিচালক
অনুরাগ বসু—(লুডো)
অনুভব সিনহা—(থাপ্পড়)
ওম রাউত—(তানাজি : দ্য আনসাং হিরো)
শরণ শর্মা—(গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল)
সুজিত সরকার—(গুলাবো সিতাবো)
সেরা অভিনেতা
অজয় দেবগণ (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)
আয়ুষ্মান খুরানা (শুভ মঙ্গল জ্যা়দা সাবধান)
ইরফান খান (আংরেজি মিডিয়াম)
রাজকুমার রাও (লুডো)
সুশান্ত সিং রাজপুত (দিল বেচারা)
সেরা অভিনেত্রী
দীপিকা পাড়কোন—(ছাপাক)
জাহ্নবী কাপুর—(গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল)
কঙ্গনা রাণাওয়াত—(পঙ্গা)
তাপসী পান্নু—(থপ্পড়)
বিদ্যা বালন—(শকুন্তলা দেবী)